রবীন্দ্র জয়ন্তীর শ্রদ্ধা জানিয়ে সমালোচিত অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান

0
915

কলকাতা: দুর্গাপুজোর অঞ্জলি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। দুর্গাপুজোয় সামিল হওয়া নিয়ে তাঁকে কটাক্ষ করেছিল মুসলিম মৌলবাদীরা। এবার রবীন্দ্র জয়ন্তী পালন করা নিয়ে সমালোচনার মুখে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ নুসরত জাহান।

লকডাউনের মাঝেই বিভিন্ন জায়গায় পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তবে সবক্ষেত্রেই মান্য করা হয়েছে লকডাউন বিধি এবন সামাজিক দূরত্ব। সোশ্যাল মিডিয়া জুড়েই বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে গিয়েছে রবি ঠাকুরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানো। সেই ধারা বজায় রাখেই শুক্রবার দুপুরের দিকে একটি ছবি পোস্ট করেন সাংসদ নুসরত জাহান।

- Advertisement -

অভিনেত্রী-সাংসদ নুসরতের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রথম নোবেলজয়ী ভারতীয়ের একটি গ্রাফিক্স ছবি পোস্ট করা হয়। সেই ছবির নিচে লেখা হয়, “এ রবির উদয় আছে, অস্ত নাই/ এ রবি মানুষ হয়েও, ঠাকুর তাই।” লাইন দ’টির নিচে লেখা হয় ‘নুসরত জাহান রুহি’। যদিও নাম এবং আগের দুই লাইনের পঙতির হরফ ভিন্ন ছিল। ছবির নিচে বাঁ দিকে সাংসদের নমস্কার করা একটি ছবি দেওয়া হয়।

ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট বক্সে শুরু হয় অভিনেত্রী-সাংসদের সমালোচনা। অভিযোগ করা হয় যে এই ছবি অন্য একজন শিল্পীর আঁকা। যার ওয়াল থেকে ছবিটি চুরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন সাংসদ নুসরত জাহান। সেই সঙ্গে প্রকৃত শিল্পীর নাম মুছে দিয়ে সেখানে নিজের নাম লিখে দিয়েছেন তিনি।

সাংসদের পাশাপাশি নুসরত জাহান একজন শিল্পী। তবুও তিনি একজন শিল্পীর শৈল্পিক সত্ত্বাকে এভাবে অসম্মান কেন করলেন? এই নিয়েই উঠতে শুরু করে প্রশ্ন। ছবি ডাউনলোড করে দেওয়া যেতেই পারে, কিন্তু সেখানে শিল্পীর নাম মুছে দিয়ে নিজের নাম বসিয়ে দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাংসদ।

সমালোচকদের দাবি, এই ছবিটি এঁকেছেন ইন্দজিৎ মণ্ডল নামের এক শিল্পী। ছবির নিচের লাইন দু’টিও তাঁরই লেখা। ওই ছবিতে দুই জায়গায় ইন্দ্রজিৎ মণ্ডলের নাম লেখা ছিল। সেই দুই জায়গা থেকেই তা সরিয়ে ফেলা হয়েছে। এবং নিচে সাংসদের নাম লেখা হয়েছে।

নুসরত জাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে অমূলক নয় তা খুবই স্পষ্ট। শিল্পী ইন্দ্রজিৎ মণ্ডলের প্রোফাইলে দেখা যাচ্ছে যে একই ছবি তিনি বৃহস্পতিবার রাতের দিকে পোস্ট করেছিলেন এবং সেখানে তাঁর নাম লেখা ছিল। অভিনেত্রী সাংসদের ছবিটি শুক্রবার দুপুরের দিকে পোস্ট করা হয়েছে। শিল্পী ইন্দ্রজিৎ মণ্ডল পেশায় অধ্যাপক। হাওড়া জেলার বাসিন্দা ইন্দ্রজিতবাবু উত্তরপাড়ার রাজা পেয়ারি মোহন কলেজের বাণিজ্য বিভাগের লেকচারার।