১২ বছর বয়সেই দুর্গার সংসার গড়ে তাক লাগিয়ে দিল সায়ন

0
98
Durga Puja 2022

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: বয়স মাত্র ১২। স্কুল পড়ুয়া এই বিস্ময় বালকের কীর্তিতে হতবাক পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে বন্ধু-বান্ধব সবাই। নিজের হাতেই দেবী দুর্গার মূর্তি তৈরি করে পুজোর (Durga Puja 2022) আয়োজন করছে পাত্রসায়রের সিংহ পাড়া গ্রামের সায়ন হাজরা।

ছোট্ট শিশুর পথচলার কাহিনী জানতে হলে ফিরতে হবে ফ্ল্যাশব্যাকে৷ সেটা ২০২০। দেশজুড়ে করোনার দাপট৷ লক ডাউনে স্তব্ধ চারিদিক৷ বন্ধ স্কুল, বন্ধ বাইরে বেড়ানোও৷ ফলে হাতে অফুরন্ত সময়। আর সেই সময়কে কাজে লাগিয়ে কচি হাতে খেলার ছলে শুরু হয়েছিল মাটি দিয়ে মূর্তি গড়া। কারণ বাড়িতে বেশ বড়ো করে দুর্গাপূজা হয়, হয় লক্ষ্মী, কালী, সরস্বতী পূজাও। একদম ছোটো থেকেই বাড়িতে মৃৎ শিল্পীর প্রতিমা তৈরি করা দেখেই এই বিষয়ে আগ্রহী হয়ে ওঠে ছোট্ট সায়ন। ফলে আর থামা নেই। শুরু হয়ে যায় দেবী প্রতিমা তৈরির খেলা।

- Advertisement -

শুরুতে যেটা ছিল খেলা, এখন সেটাই হয়ে দাঁড়িয়েছে অধ্যাবসায়৷ পাত্রসায়েরের বামিরা গুরুদাস ইন্সটিটিউশনের পঞ্চম শ্রেণির ছাত্র সায়ন এখন পড়াশোনার সঙ্গে ছবি আঁকা আর বাজনা বাজাতেও সমান দক্ষ। আর সঙ্গে প্রতিমা গড়ার নেশা তো আছেই। ছোট্ট সায়নের তৈরি দেবী দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

মূলতঃ মাটি, খড়, রঙ, তুলি সহ মূর্তি তৈরির অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সে নিজেই জোগাড় করে নেয়। তারপর বানিয়ে ফেলে নিজের মনের মতো প্রতিমা। কখনও কখনও তার সময় জ্ঞান থাকে না৷ নাওয়া-খাওয়া ভুলে কখনও কখনও টানা ২ থেকে ৩ ঘন্টা এই প্রতিমা তৈরির কাজে লেগে থাকে সে। পরে সেই প্রতিমা ভাল করে শুকিয়ে তাতে খড়ি দেওয়া- পরে মনের মতো করে রঙের কাজ তো আছেই। এমনকি নিজের পকেটমানি থেকে কিনে আনে প্রতিমার জন্য চুল, অলংকার। নিজের মনের মতো করে সাজিয়ে নেয়, কারও সাহায্য ছাড়াই।

একেবারে প্রথমদিকে ছেলের এই কাজে সম্মতি ছিল না বাড়ির লোকের। কিন্তু সায়নের এই প্রতিভা আর নেশার কাছে হার মানেন বাড়ির লোকেরাও। সায়নের মা মৌসুমী হাজরা বলেন, ‘‘ছেলে পড়াশুনা, ছবি আঁকা সবেতেই যথেষ্ট ভাল। প্রথম প্রথম ওর এই মাটির কাজ নিয়ে আমরা বকা দিতাম। পরে ওর আগ্রহ এবং সৃষ্টি দেখে আমরা আর কিছুই বলি না। বরং ওর এই কাজে আমরা সকলে উৎসাহ দিই।’’ লাজুক কন্ঠে সায়ন বলে, ‘‘ছোট থেকে শিল্পীকে প্রতিমা বানাতে দেখেছি৷ তা বলে নিজেও যে গড়তে পারব, তা আগে কখনও ভাবিনি৷’’ পড়াশুনোর পাশাপাশি এখন মাটির তালকে দেবীতে (Durga Puja 2022)  রূপান্তরিত করায় তার ধ্যান জ্ঞান হয়ে উঠেছে৷ একই সঙ্গে ক্রমেই বাড়ছে ক্ষুদে শিল্পীর খ্যাতিও৷

আরও পড়ুন:  নন্দীগ্রামের ভোটে কারচুপি, শীর্ষ আদালতে ধাক্কা খেল শুভেন্দু

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor