ঝোপ থেকে বেরিয়ে কোপ, মর্নিংওয়াকে বেরিয়ে প্রাণ খোয়ালেন ব্যবসায়ী

0
28

বহরমপুর: প্রতিদিনের মতো শনিবারের সকালেও মর্নিংওয়াকে বেরিয়েছিলেন তিনি৷ যাতায়াতের রাস্তায় রয়েছে একটি বিল৷ বিলের পাশে ঝোপ৷ আচমকা সেই ঝোপ থেকে বেরিয়ে এল মুখোশধারী দুই ব্যক্তি৷ তাদের ধারাল অস্ত্রের কোপে ঘটনাস্থলেই প্রাণ হারান কাজল দত্ত (৪৮) ব্যবসায়ী৷ কোনওমতে পালিয়ে প্রাণে বেঁচেছেন৷ মুর্শিদাবাদের ভরতপুরের ঘটনা৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷

ঘটনার পরই ওই ব্যক্তির চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসেন৷ তাঁরা রক্তাক্ত অবস্থায় কাজল দত্তকে উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ ঠিক কি কারণে খুন, পুরনো কোনও শত্রুতা নাকি ব্যবসায়িক গোলমাল- তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন৷

- Advertisement -

জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো আজও কাজল ও তার বন্ধু মর্নিং ওয়াকে বেরিয়ে ছিলেন। ভরতপুর থেকে সন্ধিপুর বিলের কাছে যাওয়ার পরই ঝোপ থেকে মুখোশ পড়া দুই ব্যাক্তি পথ আটকে দাঁড়ায়৷ সঙ্গী পালালেও কাজলবাবু পালাতে পারেননি৷ আততায়ীদের ধারাল অস্ত্রের কোপে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক৷ পুলিশের তরফ থেকে সতর্কতা হিসেবে বলা হচ্ছে, মর্নিংওয়াকে বেরালেও নির্জন জায়গা এড়িয়ে চলুন৷ এবং হাঁটার সময় আশেপাশের দিকে নজর রাখুন৷

আরও পড়ুন: কার্নিভালে ‘বেয়াড়া’ ষাঁড়ের গুতোয় বৃদ্ধের মৃত্যু, প্রশ্নের মুখে প্রশাসন