কার্নিভালে ‘বেয়াড়া’ ষাঁড়ের গুতোয় বৃদ্ধের মৃত্যু, প্রশ্নের মুখে প্রশাসন

0
53

প্রতিবেদন: মালবাজারের পর এরা রায়গঞ্জ৷ কিংবা বলা ভাল, হড়পা বানে আটজনের মৃত্যুর পর এবার দুর্গা পুজোর কার্নিভালে ষাঁড়ের গুতোয় প্রাণ খোয়ালেন বৃদ্ধ৷ ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে প্রশাসন৷ গরুর গাড়িতে কেন ‘বেয়াড়া’ ষাঁড় বাঁধা হয়েছিল, উঠছে প্রশ্ন৷

বস্তুত, উত্তর দিনাজপুরে জেলার রায়গঞ্জে দুর্গা পুজোর কার্নিভালে গরুর গাড়িতে বাঁধা হয়েছিল ষাঁড়৷ শোভাযাত্রার মাঝ পথে সেই ষাঁড় গরুর গাড়ি ছেড়ে দৌড়াতে শুরু করে৷ ষাঁড়ের তাণ্ডবে জখম অন্তত ৩০ জন। যাদের মধ্যে গুরুতর জখম ৮ জন। মৃত্যু হয়েছে এক বৃদ্ধের৷ ষাঁড়ের তাণ্ডবে বির্সজনের আগেই ভেঙে পড়েছে প্রতিমা৷ সবমিলিয়ে শুক্রবার রাতে রায়গঞ্জের কার্নিভালে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়৷ পরিস্থিতির জন্য প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা৷

- Advertisement -

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সাধন কর্মকার। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়৷ প্রত্যক্ষদর্শী তুষারকান্তি দাসেপ কথায়, গরুর গাড়িতে গরুর পরিবর্তে বাঁধা হয়েছিল ষাঁড়৷ তার ওপরে প্রতিমা বসিয়ে চলছিল শোভাযাত্রা৷ আচমকা একটি ষাঁড় বেগড়বাই শুরু করে৷ গাড়ি ছেড়ে ভিড়ের মধ্যে দৌড়াতে শুরু করে৷ কয়েকজন সেটিকে আটকাতে গিয়ে গুরুতর জখম হন৷ ততক্ষণে শিং উঁচিয়ে ভিড়ের মধ্যে তাণ্ডব শুরু করেছে ষাঁড়৷ তারই গুতোয় মৃত্যু হয় ওই বৃদ্ধের৷ সবমিলিয়ে ষাঁড়ের তাণ্ডবে জখম অন্তত ৩০ জন। বস্তুত, মাল বাজারের ঘটনার পরও প্রশাসন কেন সতর্ক হল না, কেন গরুর গাড়িতে ষাঁড় বাঁধা হয়েছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। মন্ত্রী গোলাম রব্বানী সহ প্রশাসনিক কর্তাদের সামনেই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘আইনি’ জটিলতা কাটিয়ে দেশে ফিরল বাংলাদেশে আটক ১৩৫ জন মৎস্যজীবী