SSC নিয়োগ মামলায় আজ সন্ধ্যের মধ্যে পার্থকে সিবিআই হাজিরার নির্দেশ আদালতের

0
40
Partha Chatterjee

কলকাতা: এসএসসির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এবার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যে ছ’টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ একই সঙ্গে শান্তিপ্রসাদ সিনহা সহ উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও বিকেল চারটের মধ্যে নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ বুধবার এই নির্দেশ জারি করেছেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

আদালত সূত্রের খবর, মঙ্গলবারের মতো বুধবারও এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করা যেতে পারে৷ তবে হেফাজতে নেওয়া হবে কি না, সেটা ঠিক করবেন সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা৷ একই সঙ্গে বিচারক জানিয়েছেন, আমি আশা রাখি রাজ্যের যাবতীয় পদ থেকে সরে দাঁড়াবেন পার্থবাবু৷ কারণ, এমন গুরুতর অভিযোগ সামনে আসার পর পদে থাকা ঠিক নয়৷ না হলে এদের দায়িত্ব থেকে অব্যহতি দিক রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী৷ সেজন্য তাঁদের কাছেও পরামর্শ দিয়েছেন বিচারপতি৷

- Advertisement -

বস্তুত,গতকালই রাজ্যের শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী পরেশ অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় আটটার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত৷ নিজের মেয়েকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ যদিও সিবিআই হাজিরা এড়িয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এদিন ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডনের এজলাসে হাজির হয়েছেন পরেশবাবু৷

পার্থবাবুও সেই পথেই হাঁটবেন নাকি সিবিআই জেরার মুখোমুখি হবেন, তা নিয়ে চলছে জল্পনা৷ বস্তুত, এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গত ১২ এপ্রিল পার্থবাবুকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক৷ যদিও সেসময় তিনি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন৷ এবারও কি তারই পুনরাবৃত্তি হবে? সময়েই মিলবে সদুত্তর৷ বস্তুত, গত ২২ নভেম্বর, এসএসসির গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তারপর থেকেই ধীরে ধীরে সামনে এসেছে রাজ্যের শিক্ষাঙ্গনে একাধিক নিয়োগ কেলেঙ্কারি৷

আরও পড়ুন: ফল নয়, হোটেলে জাঁকিয়ে বসে মাছ-ভাত খাচ্ছে বাঁদর