সম্পর্কে ‘কাটা’ প্রেমিকার মা, মধ্যরাতে ঘরে ঢুকে এ কি কাণ্ড ঘটাল প্রেমিক

0
39

খাস ডেস্ক: প্রেমে বাধা দেওয়ায় মেয়ের প্রেমিকের হাতে চরম পরিণতি মহিলার। মধ্যরাতে ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালাল অভিযুক্ত যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং ঘুটিয়ারি শরিফ উত্তর মাখালতলা এলাকায়। ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ‘উদ্ধার হওয়া টাকা সবই শ্রমিক-চাষিদের বকেয়া প্রাপ্য’, জানালেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন

- Advertisement -

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম আজহারুল নস্কর ওরফে ধীরেন। এলাকারই এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু দুজনের ভালোবাসায় ‘কাটা’ হয়ে দাঁড়ায় নাবালিকার মা লুৎফুর সর্দার। এমনকি তিনি প্রেমের সম্পর্ক এবং বিয়েতেও আপত্তি জানায়। অভিযোগ, প্রেমে বাধা পেয়ে ‘পথের কাটা’ সরানোর সিদ্ধান্ত নেয় ধীরেন। ঘটনার রাতে অভিযুক্ত প্রেমিকার বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে রান্নাঘরে গিয়ে গ্যাসের পাইপ খুলে ঘরের মধ্যে পেট্রল ছড়িয়ে দেয়। এরপর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় প্রেমিকার মায়ের গলায় ধারাল অস্ত্রের কোপ মারে। আহত অবস্থায় ওই মহিলা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। যদিও ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

আশঙ্কাজনক অবস্থায় নাবালিকার মাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জনে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা করিয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত যুবকের প্রেমিকা বাড়িতে ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘুটিয়ারি শরিফ ফারির থানার পুলিশ। তদন্তে নেমেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারাল অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।