আমের পেটি থেকে বাইরে বেরিয়ে এল মদের বোতল, জোর চাঞ্চল্য রেল স্টেশনে

0
43

মালদহ: রেল স্টেশনে থরে থরে সাজানো ১৫ টি কার্টুন৷ তাতে রাখা বিভিন্ন সুগন্ধী ও সুস্বাদু আম৷ পেটির ফাঁকগলে অল্পবিস্তর সুগন্ধও বাইরে আসছে৷ এমনটা শুনে কার্টুনগুলির দিকে বেশ ভক্তিপূর্ণ দৃষ্টিতে দেখছিলেন সকলে৷ আচমকাই সেখানে রেল পুলিশের হানা৷ রেল পুলিশের দাবি, যতই আমের গন্ধ ছাড়ুক না কেন, পেটিতে আম নয়৷ আছে মদ! পুলিশের দাবি যে অমূলক ছিল না, তা কিছুক্ষণের তল্লাশিতেই স্পষ্ট হল৷ বাজেয়াপ্ত হল লক্ষ টাকার বিদেশি মদ৷ অভিনব কায়দায় বেআইনি মদ পাচারের ঘটনাটি ঘটছিল মালদহে৷ তবে জিআরপির সক্রিয়তায় পাচারেরআগে সেগুলি বাজেয়াপ্ত করা হয়৷ ঘটনায় দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ৷

গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জিআরপি মালদা রেল স্টেশনে তল্লাশি চালালে ১৫টি কার্টুন উদ্ধার হয়। আমের পেটির নিচে বিভিন্ন কোম্পানির বেআইনি মদ ট্রেনে করে পাটনা পাচারের চেষ্টা চালাচ্ছিল মাদক কারবারিরা। রবিবার রাতে বেআইনি মদ সহ দুই যুবককে গ্রেফতার করে মালদহ জিআরপি। উদ্ধার হওয়া মদের বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম, পঙ্কজ কুমার (১৮) এবং রোশন কুমার (১৯)। বাড়ি বিহারের পাটনা এলাকায়।

- Advertisement -

মালদহ জিআরপির আইসি প্রশান্ত রায় বলেন, ‘‘মালদহ থেকে পাটনা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মালদহ রেলস্টেশনে আমের কার্টুনে করে মদ মজুত রাখা ছিল। পাটনা এক্সপ্রেসে করে ওই মদ গুলি নিয়ে যাওয়া হত বিহারের পাটনা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে আমের কার্টুনগুলিতে তল্লাশি করে দেখা যায় প্রচুর পরিমাণে মদ রয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷

আরও পড়ুন: যুব সমাজের ঘৃণাকে সঙ্গী করেই চলতে হবে মুখ্যমন্ত্রীকে, বিস্ফোরক সুজন