Virat Kohli: অধিনায়ক বিরাটের যাত্রা শেষ, ব্যাটিংয়ে ফর্ম কী ফিরবে

0
114

খাস খবর ডেস্ক: এ কি হচ্ছে? ভারতীয় ক্রিকেট সমর্থকেরা যেন আকাশ থেকে পড়লেন। বিরাট কোহলির টি -২০ ও ওয়ানডে অধিনায়কত্ব ছাড়া অবধি ঠিক ছিল। কিন্তু টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন? এমনটা জল্পনা চললেও সত্যি হয়ে যাবে তা অনেকেই ভাবতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারার পর টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন বিরাট কোহলি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়ে পোস্ট করেন কিং কোহলি। জানিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে এখানেই যাত্রা শেষ তার। কোহলি লিখেছেন যে, “গত সাত বছর ধরে অবিরাম কঠোর পরিশ্রম এবং প্রতিদিনই দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমি আমার কাজ আন্তরিকতার সঙ্গে করেছি এবং কোনও ত্রুটি রাখিনি। সব কিছু একটা সময়ে থামাতে হয় এবং ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।”

- Advertisement -

বিরাট লিখেছেন, “আমি সম্পূর্ণ সততার সঙ্গে কাজটি করেছি এবং কিছুই বাদ রাখিনি। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য কোনও না কোনও পর্যায়ে থেমে যেতে হত, এখনই সেই সময়। যাত্রায় অনেক উত্থান-পতন হয়েছে, কিন্তু কখনোই চেষ্টার অভাব বা বিশ্বাসের অভাব হয়নি। আমি সব সময় আমার সব কিছুতে আমার ১২০ শতাংশ দিতে বিশ্বাস করি। আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে দীর্ঘ সময়ের জন্য দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য।”

তিনি আরও বলেছেন, “গুরুত্বপূর্ণ সেই সমস্ত সতীর্থদের যারা প্রথম দিন থেকে দলের জন্য আমার দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন এবং কখনও হাল ছেড়ে দেননি। যে কোনও পরিস্থিতিতে…রবি ভাই এবং সাপোর্ট স্টাফ।” সবশেষে বিরাট ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও ধন্যবাদ জানিয়েছেন। অধিনায়ক হিসেবে তার উপর বিশ্বাস করার জন্য ধোনিকে এই ধন্যবাদ জানিয়েছেন কোহলি।