অসমাপ্ত ক্রিকেট টুর্নামেন্ট, গা ছাড়া ভাব উদ্যোক্তাদের

0
80

বিক্রম কর্মকার, ত্রিপুরা: আগের বছর ২০২০ সালের মার্চ মাসে আসামের হাইলাকান্দিতে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল সন্তোষ কুমার রায় ক্রিকেট টুর্নামেন্টের। এই টুর্ণামেন্টে আসাম সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন টিম অংশগ্রহণ করেছিল। যে টুর্নামেন্টের মধ্যে ত্রিপুরা রাজ্যের সুনামধন্য অ্যাথলেটিক ক্লাব অংশ নেয়।

- Advertisement -

আখেটিক ক্লাবের টিম কোচ রুপম পাল ওরফে বাপি পাল ও খেলোয়াড়দের দক্ষতায় প্রতিটি ম্যাচেই জয় লাভ করে সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছায়। সেমিফাইনালটি ২০২০ সালের মার্চ মাসের ১৮ তারিখ অনুষ্ঠিত হয় আসামের হাইলাকান্দিস্থিত সুভাষচন্দ্র বোস স্টেডিয়ামে। এবং মার্চ মাসের ২০ তারিখ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড- নাইনটিন মহামারীর কারণে লকডাউন থাকায় এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ এক বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে কোন সদুত্তর পাওয়া যায়নি। এমনটাই অভিযোগ করলেন ধর্মনগর অ্যাথলেটিক ক্লাব- এর ক্রিকেট টিম কোচ রুপম পাল।

আরও পড়ুন-পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কিন্তু বিষয় হচ্ছে এই টুর্নামেন্ট- এ জয়নিং বা এন্ট্রি ফিস ১৫০০০ টাকা এবং জয়ী দলের প্রাইস মানি এক লক্ষ টাকা এবং রানার্স প্রাইস ৫০,০০০ টাকা। এমনটাই বরাক বেলি ওয়েবসাইট সূত্রে খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘ এক বছর অতিক্রান্ত হওয়ার পরও সন্তোষ কুমার রায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক এর সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন তালবাহানা করে যাচ্ছেন। তাহলে কি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পাবে না। ত্রিপুরা রাজ্যে উত্তর জেলার সুনামধন্য অ্যাথলেটিক ক্লাব এর খেলোয়াড়রা?এটাই এখন প্রশ্নচিহ্নের মুখে?

বর্তমান সময় পর্যন্ত আসামে হাইলাকান্দিতে অনেক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে গুরুতর অভিযোগ উঠল টুর্নামেন্টের আয়োজক ক্লাব নেভার গিভ আপ এর সেক্রেটারি সমর চৌধুরী ও প্রেসিডেন্ট আব্দুল রাজ্জাক চৌধুরীর বিরুদ্ধে।