ইরফানের টুইটের জবাব দেওয়ার জন্যই অপেক্ষায় ছিলেন আখতার

0
90

স্পোর্টস ডেস্ক: টি -২০ বিশ্বকাপ ২০২২ এর প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। পাক দলের এই জয়ের পর ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান একটি টুইট করেছিলেন, যা অনেক বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাধ্য হয়ে জুনিয়র ইরফান আরও একটি টুইট করে স্পষ্ট দেন বিষয়টি। তবে এই টুইটের জবাব দেওয়ার জন্য শোয়েব আখতার বৃহস্পতিবার সারাদিন অপেক্ষা করেছিলেন। আইসিসি টি -২০ বিশ্বকাপ ২০২২ -এর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ১০ উইকেটে হারল।

ভারতের লজ্জাজনক পরাজয়ের পর ইরফান পাঠানের এই টুইটের জবাব দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার। ইরফান পাঠান টুইটারে লিখেছিলেন, “প্রতিবেশীরা তো জিততেই থাকে, কিন্তু করুণা আপনাদের কাম্য নয়।’ এরপর ইরফান পাঠান আরও একটি টুইট করেছিলেন, যেখানে তিনি লিখেছেন যে এটি খেলোয়াড়দের জন্য নয়।

- Advertisement -

আরও পড়ুন:  ধোনিই পেরেছিলেন, হারের সব দায় নিতে অস্বীকার রোহিতের

ভারতের লজ্জাজনক পরাজয়ের পর আখতার পাঠানের এই টুইটের জবাব দিয়ে লিখেছেন, “আরে কি হয়েছে ভাই? কেউ কিছু বললে বলো, আমি বকে দেব। প্রতিশ্রুতি দিলাম।” আইসিসি টি -২০ বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচটি আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে খেলা হবে।