T20 World Cup: ওয়ার্নারকে টুর্নামেন্টের সেরা মানতে নারাজ শোয়েব আখতার

0
31

খাস খবর ডেস্ক: খারাপ ফর্মের জেরে আইপিএলের মাঝপথেই ডেভিড ওয়ার্নারকে বাদ দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট। প্রথমে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। এরপর প্রথম একাদশ থেকেই বাদ পড়েন অজি ওপেনার।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার জয় নিয়ে রসিকতা জাফরের, জবাব দিলেন অজি সাংবাদিক

- Advertisement -

এই বঞ্চনার উপযুক্ত জবাব দিয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন ওয়ার্নার। কিন্তু শোয়েব আখতারের মতে এই নির্বাচন মোটেই ন্যায্য হয়নি। তিনি এটিকে “অন্যায় সিদ্ধান্ত” আখ্যা দিচ্ছেন।

৭ ম্যাচে ৪৮.১৬ -র গড় এবং ১৪০ য়ের অধিক স্ট্রাইক রেটে ওয়ার্নারের অবদান ২৮৯। তিনি যদি টুর্নামেন্ট সেরা হওয়ার ন্যায্য দাবীদার না হন, তাহলে কে সেই ব্যক্তি? টুর্নামেন্টে ৬ ম্যাচে ৬৬.৬০ গড়ে ৩০৩ রান করেছেন পাক অধিনায়ক বাবর আজম। পূর্বসূরী শোয়েব চোখকান বুজে তাঁকেই বেছে নিচ্ছেন।

 

আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পথে আমেরিকা

রবিবার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে একটি টুইট করেছেন শোয়েব। সেখানে নিজের হতাশা লুকোনোর বিন্দুমাত্র চেষ্টা করেননি তিনি। লেখেন, “আমি সত্যিই বাবর আজমকে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হতে দেখার অপেক্ষায় ছিলাম। নিশ্চিতভাবেই একটি অন্যায় সিদ্ধান্ত নেওয়া হল।” এরপর সোমবার দুপুরে ভিক্রান্ত গুপ্ত একটি টুইট করে জানান, বাবর আজমকে টুর্নামেন্টের সেরা দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাকে রিটুইট করে শোয়েবের দাবী, “এটা ওর (বাবরের) প্রাপ্য ছিল।”