বোর্ড সভাপতি সৌরভের সঙ্গে একাসনে বসলেন শাহবাজ আহমেদ

0
37

আলুর: সময় যত গড়াচ্ছে, ততই রঞ্জি ট্রফির ফাইনাল থেকে দূরে সরে যাচ্ছে বাংলা। প্রথম ইনিংসে ৬৮ রানে পিছিয়ে থাকার পর চতুর্থ ইনিংসে ৩৫০ রানের লক্ষ্যমাত্রা অভিমন্যু ঈশ্বরণদের সামনে। আলুরের উইকেট বিচার করলে যা এভারেস্ট জয়ের সামিল-ই মনে হচ্ছে।

আরও পড়ুন: ব্যর্থ মহাকাব্য, ঘুরেফিরে সেই তীরে এসেই তরী ডুবল মনোজদের

- Advertisement -

তবে ম্যাচ জিততে না পারলেও ব্যক্তিগত কীর্তির নিরিখে এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের কাছে। প্রথম ইনিংসে প্রতিকূল পরিস্থিতিতে ব্যাট হাতে মনোজ তিওয়ারির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক ঐতিহাসিক শতরান (১১৬) হাঁকিয়েছিলেন তিনি। এবারে দ্বিতীয় ইনিংসে (ম্যাচের তৃতীয় ইনিংসে) বাংলার বাঁহাতি অর্থোডক্স বল হাতেও ৭৯ রানে তুলে নিলেন ৫ উইকেট।

এই অনবদ্য পারফরম্যান্সের দরুন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একাসনে বসার সুযোগ পেলেন শাহবাজ। এর আগে ২০০৫-০৬ রঞ্জি মরশুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে একই ম্যাচে এক ইনিংসে ৫ উইকেট এবং শতরানের রানের কীর্তি গড়েছিলেন বাংলার মহারাজ। ৭৫ রানে ৫ উইকেট এবং ১৫৯ রান। সে কীর্তিতেই কার্যত ভাগ বসালেন শাহবাজ।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

যদিও সৌরভ এক নন, বাংলার হয়ে আরও ৩ জনের একই কৃতিত্ব রয়েছে। যথাক্রমে এস কে গিরিধারী, প্রকাশ ভান্ডারি এবং প্রণব নন্দীর-ও রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে একটি ম্যাচে শতরান এবং ৫ উইকেট রয়েছে। এদিকে মধ্যপ্রদেশের দেওয়া ৩৫০ -র লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে লড়ছে বাংলা। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত স্কোর ১ উইকেটে ৪১।