ম্যাচের মাঝে দীনেশ কার্তিককে চুমু খেয়ে বিতর্কে রোহিত

0
26

বিশ্বদীপ ব্যানার্জি: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। কিন্তু এই জয়ের দিনেও বিতর্ক পিছু ছাড়ল না তাদের।

আরও পড়ুন: নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বরেকর্ড রোহিতের

- Advertisement -

বিতর্ক গ্লেন ম্যাক্সওয়েলের রান আউটকে কেন্দ্র করে। অক্ষর প্যাটেলের থ্রো ধরতে-ই পারেননি উইকেটকিপার দীনেশ কার্তিক। তিনি বলটি তালুবন্দি না করেই উইকেটের বেল ফেলে দেন। অজি অলরাউন্ডার অবশ্য ক্রিজের অনেকটা বাইরেই ছিলেন। কিন্তু ডিকে শুধু হাতে উইকেট ভেঙেছেন। কাজেই, থার্ড আম্পায়ারের নট আউট ঘোষণা করার কথা।

কিন্তু আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। কারণ, সাইড অন অ্যাঙ্গেলে দেখা যায়, ডিকে শুধু হাতেই উইকেটের একটি বেল ফেলেছেন ঠিকই। কিন্তু তারপর বল সরাসরি এসে উইকেটে লাগে। আর তার ফলে দ্বিতীয় বেলটি-ও পড়ে গিয়েছে। এই দৃশ্যের ভিত্তিতেই ম্যাক্সওয়েলকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। যা অজি ক্রিকেটারকে মোটে খুশি করতে পারেনি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ম্যাক্সওয়েল আরও রেগে যান, যখন তিনি দেখেন, তাঁকে আউট করার খুশিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ডিকের হেলমেটে চুমু খাচ্ছেন। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে-ও। ভারতীয় সমর্থকরা অবশ্য এতে কোনও দোষ দেখছেন না। তাঁদের বক্তব্য, এটি পরিষ্কার আউট। ম্যাক্সওয়েলের রান আউটের পর রোহিত যে ভাবে কার্তিকের হেলমেটে চুমু খেলেন, তা নিয়েও চর্চার অন্ত নেই। প্রথম ম্যাচে ডিকের মুখ চেপে ধরেছিলেন রোহিত। দ্বিতীয় খেলায় দুজনে ফিনিশ করেন ম্যাচ। এই দুই ঘটনার সঙ্গে এদিনের ঘটনা যোগ করে নেটিজেনরা বলছেন, দুজনের মধ্যে এক দুর্দান্ত বন্ডিং।