হার্দিক-সূর্যকুমাররা থাকতেও টেস্ট-টোয়েন্টি খেলে নয়া রেকর্ড টিম ইন্ডিয়ার

0
61

বিশ্বদীপ ব্যানার্জি: দলে সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ার মত হার্ড হিটার। তা সত্ত্বেও রবিবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নয়া রেকর্ডে সামিল হল মেন ইন ব্লুর নাম। রেকর্ডটি ছক্কা না হাঁকানোর। এদিন লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে নিউজিল্যান্ড এবং ভারত, দুই দল খেলেছে মোট ২৩৯টি বৈধ ডেলিভারি। তা সত্ত্বেও গোটা ম্যাচে একটি ছক্কা-ও হয়নি।

আরও পড়ুন: হৃষিতা বসুর পাড়ায় অকাল দেওয়ালি, বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হাওড়া

- Advertisement -

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি একটি রেকর্ড। একটিও ছক্কা হয়নি, এমন টি-২০ ম্যাচের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু ডেলিভারি সংখ্যার নিরিখে রবিবারের ম্যাচ শীর্ষে রইল। আজ পর্যন্ত ২৩৯টি বল হওয়া সত্ত্বেও একটি টি-টোয়েন্টি ম্যাচে কোনও ছক্কা হয়নি, এমন নজির দেখা যায়নি।

ইতিপূর্বে ২০২১ সালে মীরপুরে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে ২৩৮টি বল হওয়া সত্ত্বেও ছক্কা আসেনি কারও ব্যাট থেকে। সে রেকর্ড ভেঙেই নয়া রেকর্ডের শীর্ষে রবিবারের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। এছাড়া ভারতের মাটিতে এটি প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক। যেখানে একজন ব্যাটার-ও ছয় মারতে পারলেন না।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এমনকি দুই দল মিলিয়ে চার-ও হয়েছে মাত্র ১৪টি। নিউজিল্যান্ড ৬টি। আর ভারতীয়রা ৮টি মেরেছেন। নাঃ এতেই শেষ নয়। দুই দল মিলিয়ে মাত্র ৪ জন ব্যাটারের স্ট্রাইক রেট ১০০ ছুঁয়েছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেট ৮৩.৮৭। ৩১ বলে ২৬ অপরাজিত তিনি। মেরেছেন মাত্র একটি চার। তাও খেলার শেষ বলে। সব মিলিয়ে লখনউতে এদিন টোয়েন্টি-টোয়েন্টি নাকি টেস্ট-টোয়েন্টি বা টোয়েন্টি-টেস্ট খেলা হল, বোঝা দায়। কিউইরা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯৯/৮। জবাবে ৬ উইকেটের জয় পেতে হার্দিক বাহিনীর লেগে গেল ১৯.৫ ওভার।