সাদা জার্সিতে আর দেখা যাবে না মঈনকে

0
52

খাস খবর ডেস্ক: আভিজাত্যের নিরিখে টেস্টের ধারেকাছে আসেনা সীমিত ওভার। সেই টেস্টেই আর কখনো দেখা যাবেনা ইংল্যান্ডের মঈন আলীকে। সোমবার ৫ দিনের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূত্রের খবর, নিজের এ সিদ্ধান্ত অধিনায়ক জো রুট এবং কোচ ক্রিস সিলভারউডকে জানিয়েছেন মঈন। তাঁরা মেনে নিয়েছেন সিদ্ধান্তটি।

- Advertisement -

আরও পড়ুন: “পাকিস্তানে খেলতে না আসার জন্য বাকিদের প্রভাবিত করছে ভারত”: আফ্রিদি

কিন্তু হঠাৎ কেন এ সিদ্ধান্ত নিলেন মঈন? জানা গিয়েছে, কোভিডের জেরে টানা জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন মঈন। দীর্ঘদিন পরিবারের সংস্পর্শে আসেননি। এবার তাই পরিবারকে সময় দিতে চান তিনি। তাছাড়া বাকি দুই ফর্ম্যাটে বেশি করে মনোনিবেশ করাটাও লক্ষ্য পাক বংশোদ্ভূত অলরাউন্ডারের।

২০১৪ থেকে ৬৪টি টেস্টে মোট ২৯১৪ রান করেছেন মঈন। বল হাতে ১৯৫টি উইকেট তাঁর নামের পাশে। বর্তমানে মঈন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে আইপিএল খেলতে ব্যস্ত। কিন্তু বিশ্বকাপের পরই শুরু হতে চলেছে সম্মানের ‘অ্যাশেজ সিরিজ’। সেখানে মঈনের না থাকাটা নিশ্চিতভাবেই ভোগাবে দলকে। এমনটাই মনে করছে ক্রিকেটমহল।