আরো একবার দেখা যাবে কিংবদন্তিদের, পরিকল্পনা নয়া টুর্নামেন্টের

0
29

খাস খবর ডেস্ক: ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে’র কথা কেউই ভোলেননি। পথচলতি মানুষের সুরক্ষার উদ্দেশ্যে পাঁচটি দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়েছিল প্রতিযোগিতাটি। খেলেছিলেন সচিন লারার মতো একাধিক কিংবদন্তি। শেষপর্যন্ত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এতে যেন আরো বেশি করে ক্রিকেটপ্রেমীদের মন কেড়ে নেয় সিরিজটি। এবারে এহেন আরো একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনা করা হল।

আগামী বছর মার্চ মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। আয়োজকদের তরফে যার নাম জানানো হচ্ছে, ‘লেজেন্ডস লিগ ক্রিকেট’। কারা কারা খেলবেন সে তালিকা সামনে না এলেও একটা মোটামুটি আভাস দিয়ে রাখা হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বেশ কিছু কিংবদন্তি ক্রিকেটার এই প্রতিযোগিতায় যোগ দিতে চলেছেন। এমনটাই দাবি করেছেন আয়োজকরা।

- Advertisement -

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে সাফ অভিযান শুরু করবে ভারত

সংস্থার অন্যতম মালিক বিবেক খুশালানি এ বিষয়ে বলেন, “যে সমস্ত তারকাদের দেখে আমরা বড়ো হয়েছি। তাঁদের আরো একবার খেলতে এবং জিততে দেখা যাবে।” যোগ করেন, “এর ফলে অনেক মানুষই নতুন করে নিজেদের সেই স্বপ্নের দিনগুলিতে ফিরে যেতে পারবেন। এটা অনেক বড় ব্যাপার।”

বছরে মোট দু’বার হবে প্রতিযোগিতাটি। আয়োজকদের কথা অনুযায়ী প্রথম সিজনটি ত্রিদলীয়। ভারতীয় দল ছাড়াও সামিল হবে একটি এশিয়া একাদশ এবং অবশিষ্ট বিশ্ব একাদশ। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ‌সম্পূর্ণ লিগ পদ্ধতিতে গড়াবে প্রতিযোগিতা। এবং মোট ছয়টি ম্যাচ হওয়ার কথা। অর্থাৎ একে অপরের সঙ্গে খেলবে মোট দুটি করে ম্যাচ।