গতবারও মোতেরায় জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল ভারত

0
49

বিশ্বদীপ ব্যানার্জি: কথায় বলে, ইতিহাস কথা বলে। আরও বলে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মোতেরা টেস্টে দুইই প্রমাণ হয়ে গেল। ইতিহাস সত্যিই কথা হবে। সত্যিই পুনরাবৃত্তি ঘটে ইতিহাসের। পরিস্থিতি ঠিক এই জায়গাতেই এনে দাঁড় করিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে‌।

আরও পড়ুন: টেস্টের প্রথম দিনেই হয়ত এক অকল্পনীয় বিশ্বরেকর্ডের সাক্ষী থাকতে চলেছে মোতেরা

- Advertisement -

ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি পৌঁছতে রোহিত শর্মাদের সামনে শর্ত একটিই। মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে কোনও মূল্যে হারাতেই হবে অজিদের। আর এখানেই ফিরে আসছে ইতিহাস। যা সাক্ষ্য দিচ্ছে এক কাকতালীয় বিষয়ের। এর আগেরবার অর্থাৎ ২০২১ সালেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে মোতেরায় আয়োজিত সিরিজের চতুর্থ টেস্টে জিততে হত টিম ইন্ডিয়াকে। এবারেও একই শর্ত।

সেবার অবশ্য প্রতিপক্ষ ছিল জো রুটের ইংল্যান্ড। আর শুধু চতুর্থ টেস্ট-ই নয়। তৃতীয় টেস্ট ম্যাচটিও আয়োজিত হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দুটি ম্যাচই জিতে ফাইনালের টিকিট পাকা করেছিল বিরাট কোহলির দল। আরও চমকপ্রদ বিষয়, দুটি ম্যাচেই প্রতিপক্ষ প্রথমে ব্যাট করে। এবারেও টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

তবে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? ফের মোতেরায় জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া? এদিকে ম্যাচ দেখতে সকাল সকালই মোতেরায় উপস্থিত ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন নরেন্দ্র মোদী।