Paytm সরে যাওয়ায় কি বন্ধ হল ঘরের মাঠে সিরিজ জেতার সম্ভাবনা

0
60

বিশ্বদীপ ব্যানার্জি: পেটিএম (Paytm) হ্যায় তো মুশকিল হ্যায়! ২০১৩ সালের পর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ‘টিম ইন্ডিয়া’। ২০১৩ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে মহেন্দ্র সিং ধোনির দল। এরপর থেকে আইসিসি ট্রফি মানে শুধুই হতাশা। ৫ বার নকআউট এবং ১ বার গ্রুপ লিগ থেকেই বিদায়।

আরও পড়ুন: বিপদ বাড়ছে রবীন্দ্র জাদেজার

- Advertisement -

বদলে ঘরের মাঠে ফর্ম্যাট নির্বিশেষে টানা জিতে গিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। এইসব সিরিজের টাইটেল স্পনসর ছিল পেটিএম (Paytm)। অবশেষে সেই পেটিএম সরে যাচ্ছে। তাহলে কি ঘরের মাঠে ‘মেন ইন ব্লু’র লাকি চার্ম-ও শেষের পথে? আইসিসি ট্রফির পাশাপাশি ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ জয়ও এবারে বন্ধ হয়ে যাবে?

হ্যাঁ, বিষয়টি চিন্তায় রাখতেই পারে ভারতীয় সমর্থকদের। নেট দুনিয়ায় তারাই প্রথম ছড়িয়ে দেয় এই কথা, আজকের ভারতীয় ক্রিকেটাররা শুধু পেটিএম ট্রফি-ই জিতবে, বিশ্বকাপ নয়। দেশের মাটিতে টানা দ্বিপাক্ষিক সিরিজ জিতে আইসিসি ইভেন্টে মুখ থুবড়ে পড়া ক্যাপ্টেন কোহলিকে ‘পেটিএম বাদশা’ নাম তাঁদেরই দেওয়া। যদি কখনও বিশ্বকাপ পেটিএম স্পনসর করে, তাহলেই একমাত্র জিততে পারে ভারত। এমনকি এরকম একটা রসিকতাও চালু ক্রিকেটমহলে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সেই পেটিএম অবশেষে বিদায় নিতে চলেছে। ২০১৫ থেকে ভারতীয় ক্রিকেটের সঙ্গী এই পেটিএম। চুক্তি ২০২৩ পর্যন্ত থাকলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকেই দেখা যাবে না তাদের। বদলে টাইটেল স্পনসরের ভূমিকায় মাস্টার কার্ড। ম্যাচ প্রতি ৩.৮ কোটি টাকায় স্বত্ব হস্তান্তরিত হয়েছে। মাস্টার কার্ড কি পারবে পেটিএমের লাকি চার্ম বজায় রাখতে? নাকি পেটিএমের সঙ্গে সঙ্গে দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের আশাও চলে গেল? সত্যিই এ এক চিন্তার বিষয়। দেখা যাক, শেষপর্যন্ত কী হয়।