এই বিশ্বকাপেই বোলিং করবেন হার্দিক: বিরাট

0
29

খাস খবর ডেস্ক: ভারত-পাকিস্তান মহারণ শুরু হতে বাকি রয়েছে মাত্র ২৪ ঘণ্টার কাছাকাছি সময়। তার আগেই হার্দিক পাণ্ডিয়ার বোলিং নিয়ে বড় বার্তা দিলেন অধিনায়ক বিরাট কোহলি। বললেন, খুব শীঘ্রই সম্পূর্ণ ফিট হতে চলেছেন হার্দিক পান্ডিয়া, বোলিংও করবেন এই বিশ্বকাপেই।

আরও পড়ুন, টিভি শো-তে জড়িয়ে ধরার দৃশ্যেও কাঁচি, নয়া ফতেয়া জারি পাকিস্তানে

- Advertisement -

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট বলেন, ‘হার্দিক খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ফিট হতে চলেছে। এই টুর্নামেন্টেই ও কয়েক ওভার করে বল করতে পারবে৷’ ক্রিকেট বিশেষজ্ঞ মাত্রই জানেন, হার্দিক পান্ডিয়া যদি বোলিং করতে পারেন, তবে একাধিক সমস্যার সমাধান হবে ভারতের। তিনি বোলিং করতে পারলে আলাদাভাবে ছয় নম্বর বোলিং অপশন নিয়ে ভাবতে হবে না ভারতকে৷ তবে এতকিছু সত্ত্বেও ব্যাটসম্যান হিসেবে তাঁর গুরুত্ব যে অপরিসীম, তা এক কথায় স্বীকার করে নিলেন বিরাট৷ তিনি বলেন, ‘ দলের ছ’নম্বর ব্যাটসম্যান হিসেবে হার্দিক যা করতে পারে, তা আমরা সবাই জানি। আর সেটা আমরা রাতারাতি তৈরি করতে পারব না। আমরা ওকে বরাবর ভরসা করেছি। ও অসাধারণ প্রভাবশালী কিছু ইনিংস খেলতে পারে৷ ওর ব্যাটিং অনেকটাই গুরুত্বপূর্ণ।’

পাকিস্তান সম্পর্কে বিরাট বলেন, ‘ ওরা খুব শক্তিশালী একটি দল। আমাদের পরিকল্পনা মাফিক খেলতে হবে৷ আমি এই মুহূর্তে দল ঘোষণা করতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, আমাদের কাছে খুবই ব্যালেন্সড একটি দল আছে। আমরা সবাই তৈরি।’