টিকা না নিলে নাগরিকদের শান্তিতে বাঁচতে দেবেন না, হুঁশিয়ারি রাষ্ট্রপতির

0
167

খাস খবর ডেস্ক: নাগরিকদের করোনা সম্পর্কে সচেতন এবং তাঁদের টিকাকরণ নিশ্চিত করতে শাসনের রাস্তা অবলম্বন করল ফান্স। মানুষ যাতে টিকা নেন, তা নিশ্চিত করতে এতদিন বিভিন্ন সরকারকে বিভিন্ন অভিনব পন্থা নিতে দেখা গিয়েছে। সেখানে ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাঁক্রো দেশের এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে জানান, “অনেক হয়েছে। এবারে আমাদের কঠোর হওয়ার সময় এসেছে। যারা সুরক্ষাবিধি মানতে চাইবে না। প্রয়োজনে তাদের জীবন আমরা দুর্বিষহ করে তুলব।”

আরও পড়ুন: ওমিক্রনে কতটা ক্ষতিগ্রস্থ হবে ফুসফুস, স্পষ্ট করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

- Advertisement -

অর্থাৎ সরাসরি হুমকি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র তথ্য অনুযায়ী, কোভিড সংক্রান্ত একটি বিল পাসে বিলম্ব ঘটছে। সে কারণেই এ মন্তব্য করেছেন ফরাসী রাষ্ট্রপতি। এদিকে বিলটির দেরী হওয়ায় কারণ, সকল বিরোধী সেটির বিরুদ্ধে এককাট্টা হয়েছে।

যে সমস্ত ব্যক্তি টিকা নেননি, তাদের চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই বিলে। এ প্রসঙ্গে ম্যাঁক্রো বলেন, “টিকা না নেওয়া মানুষদের আমি কারাগারে পাঠাচ্ছি না। শুধু যেটা বলা দরকার, আগামী ১৫ জানুয়ারি থেকে তারা রেস্তোরাঁ কিংবা থিয়েটারে যেতে পারবেন না।” জানান, “যাতায়াত সীমিত করার মাধ্যমে আমরা মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে চাইছি।”

আরও পড়ুন: সুখবর, Omicron ই শেষ করতে চলেছে অতিমারীকে, জানাচ্ছেন বিজ্ঞানীরা

কার্যত এই বিল বিরোধী গোষ্ঠীকে বিক্ষুব্ধ করে তুলেছে। সকল বিরোধী ঐক্যবদ্ধ হয়ে যাওয়ায় পার্লামেন্টে জোর বিতর্কের সৃষ্টি হয়েছিল। তারপর এটি বন্ধ করে দেওয়া হয়। তবে ম্যাঁক্রো আশা করছেন, আগামী সপ্তাহের মধ্যেই ভোটাভুটির মাধ্যমে পাস করানো যাবে বিলটি। বেশ কয়েকজন আইন প্রণেতা জানার এই বিলের কারণে তাঁরা মৃত্যুর হুমকি পেয়েছেন।