চলে এল ওমিক্রনের দ্বিতীয় সংস্করণ, আক্রান্ত ৫০ -র অধিক

0
202

খাস খবর ডেস্ক: একা ওমিক্রনে রক্ষে নেই। ওমিক্রন ২.০ হাজির। মানুষের শিরদাঁড়ায় শিরশিরানি ধরাতে হাজির BA.2 Omicron। অর্থাৎ নতুন স্ট্রেইন। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, এই স্ট্রেইনে এখনও অবধি মাত্র ৫৩ জন আক্রান্ত। তাই একে ভ্যারিয়েন্ট অব কনসার্ন ধরা হচ্ছে। একে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: এই টিকা-ই ওমিক্রনের বিরুদ্ধে সবথেকে কার্যকরী, গবেষণায় উঠে এল তথ্য

- Advertisement -

ওমিক্রন-ই কী শেষ করোনা ভ্যারিয়েন্ট? কিছু গবেষকের দাবী, না। এরপরেও হয়ত আরও দাপুটে ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড ১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখভ এ বিষয়ে বলেন, “করোনা ভাইরাস এখনও রূপ বদলে চলেছে। আন্দাজ করা সম্ভব নয় যে ভবিষ্যতে এটি কী রূপ নেবে।” পাশাপাশি বৈজ্ঞানিকরা আরও একটি বিষয়ে সন্দিহান।

আরও পড়ুন: প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আমাকে দিয়ে গোল করিয়ে নেন সুভাষ: রণজিৎ মুখার্জি

ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে কোনও সুস্পষ্ট ধারণা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা পাননি। তাই বলা মুশকিল, এই ভ্যারিয়েন্টের ওপর আদৌও কোনও ভ্যাক্সিন কাজ করবে কিনা। তবে একটি বিষয় বিজ্ঞানীরা জানিয়ে দিচ্ছেন। মাঝারি উপসর্গের জন্য ওমিক্রন দায়ী।