২৪ ঘণ্টা জ্বলছে শ্মশান, ভয়াবহতা আড়াল করতে লাগানো হল টিন

২৪ ঘণ্টাই শবদেহ দাহ হচ্ছে সেখানে। গত কয়েকদিনে শ্মশানের আগুন নিভতে দেখা যায়নি।

0
456

লখনউ: ক্রমেই ভয়াবহতা মাত্রা ছাড়াচ্ছে। প্রতিনিয়ত রেকর্ড ভাঙছে সংক্রমণ সংখ্যা। প্রথম ঢেউয়ের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে (India) যা অনেক বেশি মারাত্মক। বিগত সব রেকর্ড ভেঙে এখন প্রত্যেকদিন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন ২ লাখেরও বেশি মানুষ। এমন চরম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে হাসপাতালে বেডের থেকে রোগীর সংখ্যা বেশি, পর্যাপ্ত চিকিৎসক নেই, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব। চোখের সামনে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে। দাবানলের রূপ নিয়ে নিয়েছে নোবেল করোনাভাইরাস (Novel Coronavirus)।

মহারাষ্ট্র, ছত্তিসগড়ের পর এবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে এমনই একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, করোনায় মৃতের সংখ্যা চেপে দেওয়া হচ্ছে সরকারি রিপোর্টে। রিপোর্টে যা দেখানো হচ্ছে, প্রকৃত সংখ্যাটা তার তুলনায় অনেকটা বেশি। এই পরিস্থিতিতে লখনউয়ের একাধিক শ্মশানে দেখা যাচ্ছে মর্মান্তিক চিত্র। ২৪ ঘণ্টাই শবদেহ দাহ হচ্ছে সেখানে। গত কয়েকদিনে শ্মশানের আগুন নিভতে দেখা যায়নি।

- Advertisement -

শ্মশানের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। জনচক্ষু এড়াতে এ বার নীল মেটাল শিট দিয়ে ঘিরে ফেলা হল গোটা শ্মশান চত্বরকে। যাতে ভিতরের দৃশ্য কোনও ভাবে বাইরে থেকে দেখা না যায়। শুধু তাই নয়, শ্মশানকে করোনা আক্রান্ত এলাকা উল্ল্যেখ করে, অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধের নোটিশ শ্মশানের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে।

এমনিতেই বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জেরে মাঝের মধ্যেই সংবাদের শিরোনামে থাকে যোগীরাজ্য। এই ঘটনার পরে আবারও একবার যোগী সরকারের নিন্দা করে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়ড়া। রাজ্য সরকারের এই পদক্ষেপকে নিন্দনীয় ও সত্য গোপনের চেষ্টা বলে ব্যখ্যা করেছেন তিনি। একটি ট্যুইটে কংগ্রেস নেত্রী লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশ সরকারের কাছে একটি অনুরোধ রইল, এই পরিস্থিতিকে গোপন করতে সময়, সম্পদ এবং শক্তি ব্যয় করা বৃথা। মহামারী রোধ করতে, সংক্রমণ রুখে মানুষের জীবন বাঁচাতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করুন।’’

গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে ২০,৫১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র লখনউ শহরেই বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১ হাজার ।প্রসঙ্গত, ভ্যাকসিন নিয়েও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনায় আক্রান্ত হয়েছেন। গোটা রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে।