ফের পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

0
181

কলকাতা: ১ জুন থেকে মাধ্যমিক এবং ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে ফের তা পিছিয়ে গেল৷ ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়লেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা৷ শনিবার নতুন করে লক ডাউনের কথা ঘোষণা করার কিছু সময় পর রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন,‘‘আপাতত মে মাসে কোনও পরীক্ষা হবে না৷ এবিষয়ে যা জানানোর শিক্ষা দফতরের তরফ থেকে পরে জানিয়ে দেওয়া হবে৷’’

আরও পড়ুন: জুনের মধ্যেই রাজ্য ৩৫টি অক্সিজেন প্লান্ট

- Advertisement -

করোনা আবহে ইতিমধ্যেই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করে দিয়েছে সিবিএসই এবং আইসিএসই৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা আদৌ হবে কি না, তা নিয়ে চরম উৎকন্ঠায় রয়েছেন পড়ুয়া ও অভিভাবকেরা৷ ফের পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানার পর পড়ুয়ারা বলছেন, আদৌ পরীক্ষা হবে নাকি বাতিল হয়ে যাবে এবিষয়ে স্পষ্ট করে কিছু জানতে না পারায় পড়ায় বসছে না মন৷ বারংবার শুধু পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হচ্ছে৷ পড়ুয়া ও অভিভাবকদের দাবি, যত দ্রুত সম্ভব এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হোক৷

প্রসঙ্গত, রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত কার্যত নাইট কার্ফু ও লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।এই ১৫ দিন কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলিকে৷ এছাড়া সব সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি এবার বাস, মেট্রো, ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপৎকালীন কোনও প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোও নিষিদ্ধ করেছে রাজ্য।