রোজা রাখার পর ইদের দাওয়াত খেলেন ভাস্বর চট্টোপাধ্যায়

0
158

কলকাতা: রমজান মাসে নিয়ম করে রোজা রাখবার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। হিন্দু হয়েও মুসলিম ধর্মের এই পরব পালন করার কারণেই ব্যক্তিগত আক্রমণের শিকারও হন এই অভিনেতা। এমনকি তাঁর পূর্বপুরুষদের নিয়ে কু-মন্তব্য করতেও পিছপা হননি একাধিক মানুষ। তখন

তিনি জানিয়েছিলেন, নিয়ম মেনে উপবাস করে বাড়িতে যেমন দুর্গাপুজো করা হয় আমাদের বাড়িতে তেমনভাবেই সমস্ত নিয়ম মেনে আমি রোজা রাখছি। কারণ অভিনেতার মতে উৎসবের কোন ধর্ম হয় না। এবং মানুষে মানুষে ধর্মের এই বিভেদ মুছে দিতে চান তিনি, আর সেই কারণেই তাঁর রোজা রাখার এই সিদ্ধান্ত।

- Advertisement -

আর রোজা শেষে ঈদের দিনে এক উপহারও পেলেন তিনি। জীবনে প্রথমবার ইদের দাওয়াত পেলেন এই অভিনেতা। কলকাতায় ভাস্বরের এক কাশ্মীরি বন্ধু থাকেন। তাঁর নাম মুসাদ্দিক আহমেদ খান। এই বন্ধুর বাড়িতেই ঈদের নিমন্ত্রণ ছিল অভিনেতার।

এদিন সেখানেই খাওয়া-দাওয়া করলেন তিনি। শুধু খাওয়াই নয় পেলেন আরও এক উপহার। উপহার হিসাবে মুসাদ্দিক ভাস্বরকে দিয়েছেন একটি পাঠান স্যুট আর আতর। সেই পোশাকেই ঈদের দিন সাজলেন অভিনেতা। পালটা উপহার হিসাবে বন্ধুকেও কুর্তা উপহার দিয়েছেন তিনি।

সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ভাস্বর। কি ছিল না সেই মেনুতে। বিরিয়ানি থেকে শুরু করে ফিরনি, সিমুই, নানান ফল, মিষ্টি, শরবত একেবারে এলাহি আয়োজন। করোনার কারণে একমাত্র মুসাদ্দিকের পরিবার ও তাঁদের বিশেষ অতিথির সঙ্গেই এদিন দারুণ সময় কাটালেন তিনি। তবে সঙ্গে ছিল মাস্ক এবং স্যানিটাইজারও।

এই বছর অক্ষয় তৃতীয়া ও ঈদ একই দিনে উদযাপিত হল। শুক্রবার সকালে দিকে সোশ্যাল মিডিয়ায় তাই অনুরাগীদের উদ্দেশে ভাস্বর লেখেন, ‘আজ অক্ষয় থাক সকল বন্ধন’। এদিন বন্ধুর বাড়িতে গিয়ে শুধু ঈদের দাওয়াতই খাননি ভাস্বর, দুর্গাপুজোয় নিজের বাড়িতে বন্ধুকেও আমন্ত্রণ জানিয়েও এসেছেন তিনি।