মুর্শিদাবাদে কোয়ারেন্টাইন সেন্টারের অভাব, করোনা আতঙ্কে ভুগছেন স্থানীয়রা

0
426

চয়ন মজুমদার, বহরমপুর: ভিন রাজ্যের বাসিন্দাদের থাকার জন্য মুর্শিদাবাদের ব্লকে ব্লকে তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার৷ কিন্তু নামেই সেগুলি কোয়ারেন্টাইন সেন্টার৷ কোনও পরিকাঠামোই নেই বলে অভিযোগ৷ ফলে পরিযায়ীরা দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন৷ আর করোনার আতঙ্কে ভুগছেন স্থানীয়রা৷ কোয়ারেন্টাইন সেন্টারগুলির অব্যবস্থা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা৷ আর তৃণমূল জানিয়েছে, ওগুলো আগামিদিনে তৈরি করা হবে৷

দিন কয়েক আগে মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্ব ঘোষণা করে জানিয়েছিল, প্রতিটি ব্লকের বিভিন্ন স্কুলগুলিকে কোয়ারান্টাইন সেন্টার করা হবে৷ কিন্তু ওই অবধি৷ ঘোষণার পরেও একচুল কাজ এগোয়নি৷ স্কুলগুলি আগের অবস্থাতেই পড়ে আছে৷ এখনও পর্যন্ত স্কুলগুলিতে পরিযায়ী শ্রমিকদের রাখার কোনও পরিকাঠামোই তৈরি করতে পারেননি জেলার আধিকারিকরা৷

- Advertisement -

এদিকে শ্রমিক স্পেশাল ট্রেনে করে পরিযায়ীরা ভিনরাজ্য থেকে ফিরে আসছেন৷ কিন্তু কোয়ারেন্টাইনের অভাবে তাদের স্কুলগুলিতে রাখা হচ্ছে না৷ এনিয়ে এখন স্থানীয় মানুষ জন আতঙ্কে রয়েছেন৷ পরিযায়ীদের থেকে এই মারণ ভাইরাস সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

এই বিষয়ে সুতি ব্লকের বিডিও সৌভিক ঘোষ কিছুই বলতে চাননি। অপরদিকে দিকে সুতির কংগ্রেস ব্লক সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস বলেন, মিথ্যার রাজনীতি করছে তৃণমূল৷ অপরদিকে ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক ইউসুফ আলি জানান, কোয়ারান্টাইন সেন্টার করা হবে আগামীর৷