১০৫টি দেশে সস্তায় পাওয়া পাওয়া যাবে Covid 19 -র ট্যাবলেট, ভারতও কী আছে এর মধ্যে

0
47

খাস খবর ডেস্ক: আন্তর্জাতিক সংস্থা Medicines Patent Pool ওরফে MPP ২৭টি ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলির জন্য কোভিডের অ্যান্টিভাইরাল ট্যাবলেট মলনুপিরাভির উৎপাদন করা হবে। যা সেখানে অতি স্বল্প মূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে রুশদের গতিবিধিকেও আক্রমণ বলে ধরবে আমেরিকা: বাইডেন

- Advertisement -

বিশ্বের মোট ১০৫টি দেশের জন্য এই সস্তা ট্যাবলেট তৈরী করা হবে। উল্লেখ্য, এর মধ্যে রয়েছে ভারত। এছাড়া রয়েছে বাংলাদেশ, চিন, জর্ডান, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি। কোম্পানিগুলি এসব দেশেই ছড়িয়ে রয়েছে।

MPP -র কার্যনির্বাহী পরিচালক চার্লস গোর বলেন, “অতিমারী পরিস্থিতিতে এটি অত্যন্ত জরুরী এক পদক্ষেপ। খুব শিগগিরই নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিতে এই চিকিৎসা পাওয়া যাবে।”

আরও পড়ুন: নেতাদের কথায় প্রভাবিত, টিকা না নিয়ে স্বেচ্ছামৃত্যু বরণ করলেন জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী

২৭টি সংস্থার কার্যকারিতা সম্বন্ধেও জানা যাচ্ছে। ৫টি সংস্থা কাঁচামাল উৎপাদন করবে। ১৩টি কোম্পানি কাঁচামালও উৎপাদন করবে, সেইসঙ্গে মলনুপিরাভিরও উৎপাদন করবে। আর বাকি ৯টি সংস্থা কেবল ওষুধটি নির্মাণ করবে।