অধিকাংশ ভারতীয়র প্রতিষেধক ক্ষমতা গড়ে উঠেছে, টিকাকরণের আগে আশার কথা শোনালেন বিশেষজ্ঞরা

0
114

তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল: প্রায় এক বছর ধরে ভারতে মহামারি ত্রাস চালিয়েছে। বিশ্বের অন‍্যান‍্য দেশের তুলনায় কম হলেও ভারতে লক্ষাধিক মানুষ এই রোগে মারা গিয়েছেন‌। তারপরে দেশে টিকা এসেছে‌। তবে, সে নিয়েও চলছে টানাপড়েন। বিশেষজ্ঞদের একাংশের মতে, গণ টিকাকরণ হলে বিপদ বাড়তে পারে। তাই কাদের টিকা দেওয়া হবে, সে নিয়েও আরও আলোচনা জরুরি।

সূত্রের খবর, সম্প্রতি করোনা টিকা নিয়ে তৈরি বিশেষজ্ঞ কমিটির একাংশ জানিয়েছেন, ব্রিটেন ও আমেরিকায় গণ টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু তার ফল খুব ইতিবাচক নয়। তাই ভারতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার।

- Advertisement -

গত দশ মাসে ভারতে এক কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে, এ দেশে মানুষের দেহে স্বাভাবিক প্রতিষেধক ক্ষমতা গড়ে উঠেছে। আর এই প্রবণতা অন‍্য অনেক দেশের থেকে বেশি। ভারতের দিল্লি, কলকাতা, মুম্বইয়ের মতো বড় শহরের অধিকাংশ বাসিন্দাদের এই রোগের স্বাভাবিক বা প্রাকৃতিক প্রতিষেধক ক্ষমতা গড়ে উঠেছে। একাধিক পরীক্ষায় সেই প্রমাণ পাওয়া গিয়েছে। তাই সকলের টিকা প্রয়োজন কিনা সেটাও বিবেচনা করা জরুরি।

বিশেষজ্ঞদের একাংশের মতে, স্বাভাবিক প্রতিরোধ শক্তি গড়ে ওঠার পরে, দেহে টিকা প্রবেশ করলে ফল বিপরীত হতে পারে‌। অর্থাৎ, রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হতে পারে‌। গ্রহীতা একাধিক শারীরিক সমস্যায় ভুগতে পারেন‌।

বিশেষজ্ঞ কমিটির একাংশের পরামর্শ, করোনা আক্রান্তের ঝুঁকির নিরিখে প্রথমেই রয়েছেন সত্তোরোর্ধ্ব মানুষেরা। তাই তাঁদের প্রথমে টিকা দেওয়া হোক। সেই টিকা তাঁদের দেহে কীভাবে কাজ করছে, তা পর্যবেক্ষণ করার পরে গণ টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পাশপাশি স্বাস্থ্য কর্মীদের টিকা করণের ক্ষেত্রেও তাঁদের পরামর্শ, যাঁরা সরাসরি করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বে আছেন, প্রথমে তাঁরা টিকা নেবেন। তাঁদের দেহে টিকা কতখানি প্রভাব ফেলবে, সেটা যাচাই করে সব করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিলেই উপযুক্ত হবে‌ ।