মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ

0
72
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। গোটা বিশ্বে এখন দৈনিক সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত। এই করোনা পরিস্থিতিতে ভারতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

সাম্প্রতিক সময়ে ভারতের করোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে তা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। ভারত ভ্রমণের ক্ষেত্রে চারটি সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এই মুহূর্তে ভারতে সফর না করা এবং ভারত থেকে যত দ্রুত সম্ভব নিরাপদে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র দফতর জানিয়েছে, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন সরাসরি ১৪টি ফ্লাইট চলাচল করছে।

- Advertisement -

আরও পড়ুন-মাকে হারালেন অভিনেত্রী চৈতি ঘোষাল

যতই দিন যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে মারা গিয়েছেন তিন হাজার ৬৪৫ জন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৪ হাজার ৭৩২ জনে। আক্রান্ত হয়েছে তিন লক্ষ ৭৯ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এ তথ্য জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয় ৩ হাজার ২৯৩ জন করোনা রোগীর। সেটি ছিল ভারতে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বৃহস্পতিবার আবারও সেই রেকর্ড ভাঙল। নতুন করে সংক্রমণ শনাক্ত হয় রেকর্ড ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে।

আরও পড়ুন-West Bengal Assembly Election 2021 নজরবন্দীতে থেকেই নিজস্ব মেজাজে ভোট করাচ্ছেন কেষ্টা

এছাড়াও করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন হাসপাতালে ওষুধ, অক্সিজেন এবং বেডের সঙ্কট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত সে দেশ থেকে নিজের দেশে ফেরা উচিত বলে মনে করে সরকার।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে অস্ট্রেলিয়া। এর আগে ব্রিটেন, কানাডা এবং ইরানও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ভারতে ভ্রমণের ১০ দিনের মধ্যে কেউ মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারবেন না বলেও সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।