কয়েক সপ্তাহের লকডাউন পারবে ভারতে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে: মার্কিন বিশেষজ্ঞ

এপ্রিলে ভয়ঙ্কর আকার ধারণ করে মারণ ভাইরাসটি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে৷

0
234

খাসখবর ডেস্ক: ফেব্রুয়ারি-মার্চ থেকে নখ, দাঁত বের করেছে করোনা৷ এপ্রিলে ভয়ঙ্কর আকার ধারণ করে মারণ ভাইরাসটি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে৷ সংক্রমণের শৃঙ্খল ভাঙতে তাই একাধিক রাজ্য আংশিক লকডাউন, জনতা কার্ফু, নাইট কার্ফু এবং সাপ্তাহিক লকডাউনের রাস্তায় হেঁটেছে৷ কিন্তু মার্কিন প্রশাসনের চিফ মেডিক্যাল অ্যাডভাইজার অ্যান্থনি ফৌজি পরামর্শ দিয়ে জানিয়েছেন, সংক্রমণ রুখতে ভারতে অবিলম্বে কয়েক সপ্তাহের লকডাউন ডাকতে হবে৷

গতবছরের স্মৃতি ফিরিয়ে আরও ভয়ঙ্কর ও ছোঁয়াচে হয়ে উঠেছে করোনা৷ শনিবারই ভারত দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়েছে৷ এমন পরিস্থিতিতে ভারতে ফের লকডাউন ডাকার পক্ষেই মত প্রকাশ করেন অ্যান্থনি ফৌজি৷ তিনি বলেন, ‘‘একটা জিনিস যেটা আগে করা সম্ভব সেটা হল কয়েকদিনের জন্য গোটা দেশে লকডাউন জারি করা৷ আমার মতে এটা জরুরি৷ অক্সিজেন, মেডিসিন, পিপিই কিট ইত্যাদি দ্রুত সরবরাহের ব্যবস্থা তো করতে হবেই৷ কিন্তু জরুরি ভিত্তিতে আগে গোটা দেশে শাটডাউন করতে হবে৷’’

- Advertisement -

তিনি জানান, একবছর আগে চিনে যখন ভাইরাস ছড়িয়ে পড়িয়েছিল তখন সেখানে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়৷ লকডাউন কেউ চায় না৷ কিন্তু তাই বলে ছ’মাস লকডাউন করার প্রয়োজন নেই৷ তাতে অসুবিধা তৈরি হয়৷ কিন্তু শৃঙ্খল ভাঙতে সাময়িক লকডাউনের পথে হাঁটা যেতেই পারে৷

উল্লেখ্য, কিছুদিন আগে তিনিই বলেছিলেন, করোনার ৬১৭টি প্রজাতিকে পরাস্ত করতে সক্ষম কোভ্যাক্সিন৷ ভারতের করোনা পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা৷ অ্যান্থনি ফৌজি বলেছিলেন, ‘‘প্রত্যেকদিনের ডাটা আমরা সংগ্রহ করছি৷ ভারতে কোভ্যাক্সিন নেওয়ার পর স্বাস্থ্যপুনরূদ্ধারকারীদের কেসগুলি খতিয়ে দেখেছি৷ তাতে দেখা গিয়েছে কোভ্যাক্সিন ৬১৭টি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম৷’’ তাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনেশন খুব খুব দরকার৷