বঙ্গে করোনায় আক্রান্ত তিন বছরের শিশু, ভর্তি হাসপাতালে 

0
49
covid

খাস ডেস্ক: করোনার (covid) নয়া ভ্যারিয়েন্ট নিয়ে রীতিমত আতঙ্কে গোটা দেশ। একের পর এক বৈঠকে রাজ্য গুলিকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বঙ্গে এবার করোনায় (covid) আক্রান্ত হল এক তিন বছরের শিশু। আপাতত ওই ভর্তি রয়েছে হাসপাতালে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, জ্বর নিয়ে ওই শিশুটিকে জেলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি একটি ল্যাব থেকে আরটিপিসিআর করানো হয় ওই শিশুর। এইপরেই শিশুর (covid) রিপোর্ট  পজিটিভ আসে। তারপর তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ইতিমধ্যেই নমুনা পাঠানো হয়েছে জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য। আপাতত মেডিক্যাল কলেজ সূত্রের খবর, ওই শিশুকে বিশেষ নজরে রাখা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ওই শিশু করোনার (covid) কোনও ভ্যারিয়েন্টে আক্রান্ত তা জানা যায়নি। এছাড়াও শিশুর পরিবারকে আপাতত আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন-Bank Holiday: জানুয়ারিতে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একনজরে দেখে নিন ছুটির তালিকা

প্রসঙ্গত, বিগত দুই বছরে করোনার (Corona) জেরে পরিস্থিতি তৈরি হয়েছিল বিশ্বজুড়ে তা যেন আর কোনোভাবেই ফিরে না আসে, সেই লক্ষ্যেই বাড়তি সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। দফায় দফায় বৈঠকের পাশাপাশি বারংবার মাস্ক পড়া থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রাখা, যাবতীয় করোনার বিধিনিষেধ মানার নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরও। সেই বৈঠকেও করোনা নিয়ে সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারি। কয়েকশো কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু তাই লক্ষ্য লক্ষ্য মানুষ আক্রান্ত হয়ে প্রাণও হারিয়েছেন। ভয়াবহ মহামারি দেখা দিয়েছিল বিশ্বজুড়ে। সেই রেশ কাটতে না কাটতেই ফের এদিকে, চিনে করোনা ক্রমবর্ধমান। সূত্রের খবর, চিনে Omicron-এর সাব-ভেরিয়েন্ট BF.7 (Omicron BF.7) এবং BF.12 (BF.12) এর জন্যই এখন নতুন করে ফের করোনার দাপট বাড়ছে। শুধু চিনেই নয়, ভারতেও এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। যার জেরে দেশে নতুন করে করোনার আতঙ্ক ছড়িয়েছে। যদিও ইতিমধ্যেই করোনা প্রসঙ্গে দেশবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।