মুকুল রায়ের দলত্যাগ সম্পর্কে কি বললেন বাবুল সুপ্রিয়

0
174

কলকাতা: মুকুল রায়ের দলত্যাগের প্রসঙ্গে বলতে গিয়ে তাঁকে ‘সিনিয়র নেতা’ হিসেবে আখ্যা দিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়৷ মানলেন, তাঁর দল বদলের ঘটনার জেরে প্রভাব পড়লেও পডতে পারে৷ বাবুলের কথায়, ‘‘উনি খুব সিনিয়র নেতা। যেকোনও সিনিয়র নেতার আসা যাওয়াতে কোনও না কোনও প্রভাব পড়বেই। এক্ষেত্রেও প্রভাব পড়তে পারে৷ তবে আমি ব্যক্তিগতভাবে এবিষয়ে কোনও মন্তব্য করব না৷’’

আরও পড়ুন: বাকিদের ঘরে ফেরার পথ প্রশস্ত করলেন মুকুল

- Advertisement -

দলীয় সূত্রের খবর, এবারের ভোটে মুকুলবাবুকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলে একান্তমহলে ক্ষোভ প্রকাশ করেছেন আসানসোলের বিজেপি সাংসদও৷ ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন, যিনি একটি দল পরিচালনা করতেন, তাঁকে এবারের ভোটে রাজ্যের কোনও কাজেই লাগানো হয়নি৷ তারই ফলে তিনি দলত্যাগী হলেন বলেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন৷ এক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূমিকা প্রসঙ্গে অতীতে একাধিকবার বাবুলের মুখে ক্ষোভের কথাও শোনা গিয়েছে৷

আরও পড়ুন: চার বছর পর ফের তৃণমূল ভবনে মুকুল রায়

যদিও এদিন মুকুলবাবুর দলত্যাগের পর এসব বিষয়ে বাড়তি কোনও মন্তব্য করতে চাননি বাবুল৷ তবে স্পর্শকাতর বিষয়টি সম্পর্কে তাঁর সাবধানী মন্তব্যকে কেন্দ্র করে দলের অন্দরেই শুরু হয়েছে নয়া জল্পনা৷ কারণ, বিজেপিতে থাকাকালীন মুকুল-বাবুলের সুসম্পর্কের কথা কারও অজানা নয়৷ তবে কি আগামীদিনে অন্য ভূমিকায় দেখা যেতে পারে আসানসোলের বিজেপি সাংসদকে৷ জল্পনা উড়িয়ে বাবুল বলেন, ‘‘এসবের প্রশ্নই ওঠে না৷ তবে ব্যক্তিগতভাবে কারও সমালোচনা করি না৷ সেটাই বলার চেষ্টা করেছি৷’’