মধ্যযুগীয় বর্বরতা, হাঁটুর ফাঁকে বাঁশ ভরে হাত পা বেঁধে পেটানো হল শিশুদের

0
472

গড়বেতা: দু হাঁটুর ফাঁকে বাঁশ৷ একসঙ্গে বাঁধা হাত, পা৷ এভাবেই বেঁধে মাটিতে ফেলে বাঁশে করে বেধড়ক পেটানো হল চার শিশুকে৷ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকার জবা গ্রামের ঘটনা৷ ইতিমধ্যে ভাইরাল ভিডিও৷

২ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওয় ফুটে ওঠা মারধরের ঘটনায় সামনে এসেছে বীভৎসতা৷ যা দেখে অনেকেই তালিবানি শাসনের সঙ্গে তুলনা করছেন৷ আক্রান্ত শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে গড়বেতা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিশুদের গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও জানান, ‘‘অভিযোগ পেয়েছি। পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাশাপাশি শিশুদের গড়বেতা হাসপাতালে চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে৷’’

ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁশের সঙ্গে হাত-পা দড়িতে বেঁধে চার শিশুকে মাটিতে ফেলে উত্তম-মধ্যম প্রহার করছে এক ব্যক্তি। অভিযোগ, ট্রাক্টর থেকে যন্ত্রপাতি চুরি করেছে এই শিশুরা। আর তার ফলেই বাঁশের সঙ্গে দড়ি বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছে রবিয়াল খান নামে ওই ব্যক্তি। কিন্তু শিশুরা যদি অন্যায় করেও থাকে, তাহলেও তিনি আইনের আশ্রয় না নিয়ে নিজে কেন হাতে আইন তুলে নিলেন, উঠছে সেই প্রশ্ন৷ মধ্যযুগীয় বর্বরতার এমনি ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার ঝড়৷

আরও পড়ুন: School Reopening: স্কুল খোলায় গড়িমসি, রাজ্যের অন্য ‘অভিসন্ধি’ দেখছেন নেটিজেনরা