Rail: এই রুটে ফের চালু হতে চলেছে ট্রেন পরিষেবা

0
93

কালিয়াগঞ্জ: বাসিন্দাদের দাবি মেনে ফের চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন৷ স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা৷

রেল সূত্রের খবর, লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল কাটিহার রাধিকাপুর রুটের দুজোড়া প্যাসেঞ্জার ট্রেন। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে জানানো হয়েছে, ১০ কোচের এই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনগুলো আগামী ২৯ নভেম্বর থেকে চলবে। স্বাভাবিকভাবেই ফের প্যাসেঞ্জার ট্রেন চালু হওয়ায় খুশি কালিয়াগঞ্জের সাধারণ মানুষ৷

- Advertisement -

রেল সূত্রের খবর, ০৫৭২৭ ট্রেনটি সকাল সাড়ে ছ’টায় কাটিহার থেকে রওনা দিয়ে রাধিকাপুর পৌঁছাবে সকাল ৯টা ২৫মিনিটে। আবার ০৫৭২৮ নম্বর নিয়ে ট্রেনটি রাধিকাপুর থেকে সকাল ১০টা ১০ মিনিটে রওনা দিয়ে কাটিহার পৌঁছাবে দুপুরে ১টা ৩০ মিনিটে৷

আরেকটি ট্রেন ০৫৭২৯ নম্বর কাটিহার থেকে ছাড়বে দুপুর ১টা ৪০মিনিটে এবং রাধিকাপুরে পৌঁছাবে বিকেল ৪টে ৪০ মিনিটে৷ আবারও ০৫৭৩০ নম্বর ট্রেনটি রাধিকাপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং কাটিহার পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে৷ স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা৷

এলাকার নিত্য যাত্রীদের কথায়, ‘‘অন্যান্য রুটে অনেক আগেই সব ধরণের ট্রেন চালু হয়ে গিয়েছে৷ কিন্তু আমাদের এই রুটে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু না হওয়ায় সত্যি ভীষণই সমস্যায় পড়তে হচ্ছিল৷ অবশেষে দাবি মেনে রেল কর্তৃপক্ষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশী৷’’

আরও পড়ুন: Nandigram: রাস্তা আটকে, গাছের গুড়ি ফেলে আবারও অবরোধের পথে নন্দীগ্রাম

আরও পড়ুন: Subhendu Adhikari: মাজারে গেলেন শিশির, চড়ালেন চাদর ও সিন্নি: মমতাকে ‘বেগম’ বলার প্রসঙ্গ মনে করাচ্ছে তৃণমূল