স্কুলই সংসার, জমি-বাড়ি দখলে অভিযুক্ত তৃণমূলের ভাইপো-নেতা

0
126

মালদহ: নিজের কাকুকে ঘর থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। জমি বাড়ি দেখভাল করার আশ্বাস দিয়ে পরিযায়ী শ্রমিকের ঘরবাড়ি ভেঙে জায়গা দখল করে নিজের পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন ভাইপো তৃণমূল নেতা। দখল জমিও। ঘর বাড়িহীন, রোজগারহীন অসহায় ওই পরিবার ঠাঁই নিয়েছে স্থানীয় প্রাথমিক স্কুলে।

আরও পড়ুন: ভ্যাকসিনে গোলমাল, মিমির পুনরাবৃত্তি এবার হাবড়ায়

- Advertisement -

তিন সন্তান স্ত্রীকে নিয়ে স্থানীয় প্রাথমিক স্কুলেই এখন ঠিকানা। প্রায় অনাহারে দিন কাটছে তাঁদের৷ অভিযুক্ত শাসকদলের নেতা হওয়ায় গ্রামের কোনও লোকের কাছে ভিক্ষে চাইতে গেলেও জুটছে না ভিক্ষে। তৃণমূল নেতার প্রভাবে দায় এড়িয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এমনকি স্থানীয় বাসিন্দারাও মুখ খোলেনি ভয়ে। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম-পঞ্চায়েত এলাকার আলিনগর গ্রামের ঘটনা।

আরও পড়ুন: দোলাচলে দুর্গা পুজো, মাকে বিদেশে পাঠিয়েই আয়ের আশা শিল্পীদের

জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক রবিউল নিরাপত্তা রক্ষীর কাজ পেয়ে পরিবার নিয়ে চলে গিয়েছিলেন দিল্লিতে৷ গ্রামের বসতবাড়ির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এলাকারই প্রভাবশালী তৃণমূল নেতা তথা নিজের ভাইপো আলাউদ্দিন সাবিরকে৷ লকডাউন শেষে ফিরে এসে দেখলেন তাঁদের সেই বসত বাড়ি ভেঙে সেখানে গড়ে উঠেছে অন্য বড় বাড়ি। অসহায় রবিউল বলেন,”আমি দিল্লিতে যখন কাজের জন্য যায় তখন ভাই আর ভাইপোকে বাড়ির দায়িত্ব দিয়ে গেছিলাম।এসে দেখি আমাদের বাড়িঘর সব ভেঙে জায়গা দখল করে নিয়েছে।’’

এদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ সেই স্থানীয় তৃণমূল নেতা আলাউদ্দিন ওরফে সাবিরুল বলেন,” এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কেন আমার কাকুর জায়গা জোর করে দখল করব? জায়গার বদলে জায়গা দেওয়া হয়েছে। এখন তারা ঘর না করতে পারলে তার দায় আমার নয়। তবু আমাকে বললে আমি ঘর করে দেওয়ার চেষ্টা করব। আর আমি তৃণমূল করি বলে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দলকে এই ঘটনায় জড়িয়ে লাভ নেই।”

যদিও মালদহের জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন,”সংবাদমাধ্যমের থেকে বিষয়টি জানতে পারলাম। আমরা গিয়ে বিস্তারিতভাবে খতিয়ে দেখব। দুই পক্ষ এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলব। অন্যায়ের সমর্থন দল করবে না।”