সারদার টাকা আমানতকারীদের ফেরানোর ভাবনা আদালতের

0
163
Matia Gang Rape

কলকাতা: সারদা আর্থিক কেলেঙ্কারিতে বাজেয়াপ্ত টাকা আমানতকারীদের ফেরৎ দেওয়ার বিষয়ে তৎপরতা শুরু করল হাইকোর্ট৷ কবে, কি পদ্ধতিতে টাকা ফেরৎ দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত কোনও পদক্ষেপ নেওয়া না হলেও এবিষয়ে আদালত তৎপর হওয়ায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন আমানতকারীরা৷ আগামী ২৯ জুন মামলার পরবর্তী শুনানী রয়েছে৷ স্বভাবতই, সেদিকে তাকিয়ে রয়েছেন আমানতকারীরা৷

আরও পড়ুন:দুর্নীতির অভিযোগে তুলকালাম কাণ্ড মালদহর গ্রামে

- Advertisement -

আদালত সূত্রের খবর, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় প্রায় ১৩৮ কোটি টাকা রাজ্যের অধীনে রয়েছে৷ ইতিমধ্যে আদালতের নির্দেশে সেই টাকা ব্যবহার করেছে রাজ্য৷ এদিকে অনেকেই সারদার প্রচুর টাকা লগ্নি করেছিলেন৷ আমানতকারীদের সেই টাকা ফেরৎ দেওয়া যায় কি না, তা নিয়ে ইতিমধ্যে রাজ্যের মতামতও জানতে চেয়েছে আদালত৷

আরও পড়ুন: গর্ভধারণ ক্ষমতার সঙ্গে করোনা টিকার কি সম্পর্ক, জানাল স্বাস্থ্য মন্ত্রক

প্রসঙ্গত, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় গঠন করা হয়েছিল শ্যামল সেন কমিশন৷ কমিশনের চূড়ান্ত রিপোর্ট এখনও পড়ে রয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে৷ কেন চূড়ান্ত রিপোর্ট এখনও রেজিস্টার জেনারেলের কাছে পড়ে রয়েছে ইতিমধ্যেই সেই প্রশ্নও তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।

এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানীতে বিচারপতিরা বলেন, ইতিমধ্যে সারদার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে সিবিআইয়ের হাতে টাকা থাকা আমানতকারীদের ফেরৎ দেওয়ার বিষয়েও ভাবা যেতে পারে৷ ২৯ জুন মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে। সেদিন এবিষয়ে আদালত কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না, সেদিকেই তাকিয়ে সব পক্ষ৷