চিনের সঙ্গে ‘চোখে চোখ রেখেই’ কথা, লাদাখে মোতায়েন ১৫ হাজার সেনা

0
207

সংবাদ সংস্থা: দফায় দফায় শান্তি বৈঠক হয়েছে৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ উলটে লাদাখ সীমান্তে আরও বেশি সেনা মোতায়েনের পথেই হেঁটেছে চিন৷ চিনাদের এই যুদ্ধংদেহী মনোভাব আঁচ করতে খুব একটা কষ্ট করতে হয়নি সেনার দুঁদে অফিসারদের৷ অগত্যা, সীমান্তে ‘চোখে চোখ রেখেই’ চিনাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত ভারত৷ সেনা বাহিনী সূত্রে এমনই খবর সামনে এনেছে সংবাদ সংস্থা৷

আরও পড়ুন: বিজেপি বধে মমতার নয়া রণ কৌশল, ২৮ এর বৈঠকের দিকে তাকিয়ে মোদী-শাহও

- Advertisement -

সংবাদ সংস্থা জানাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ মহল থেকে ছাড় মেলার পর এবার চুপিসারে সীমান্তে শক্তি বৃদ্ধির পথেই হাঁটার কাজ শুরু করে দিয়েছেন সেনা অফিসারেরা৷ ইতিমধ্যে চুপিসারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ সেনাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে লাদাখে, ভারত-চিনের সীমান্তে৷ সীমান্তে নিয়ে যাওয়া এই ১৫ হাজার দক্ষ সেনার সিংহভাগই দীর্ঘদিনই জম্মু-কাশ্মীরের মতো প্রতিকূল পরিস্থিতিতে নাগাড়ে ডিউটি করেছেন৷

আরও পড়ুন:  আসছে তৃতীয় ঢেউ, দুর্গম এলাকায় অক্সিজেনের ব্যবস্থা করছে রাজ্যে

আচমকা সীমান্তে এই কড়া পদক্ষেপ কেন? এক সেনা কর্তার কথায়, ‘‘আমাদের তরফে বারংবার শান্তি বৈঠকের আহ্বন জানানো হয়েছে৷ ফলে কোনও একটা পার্সেপশন থেকে ওরা আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে ভাবছে৷ তাই মুখে বৈঠকে শান্তির কথা বললেও গোপনে সীমান্তে ফৌজের শক্তি বাড়িয়েই চলেছে৷ স্বাভাবিকভাবেই আমরাও সময় থাকতে যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছি৷ তাই এই আয়োজন৷’’

তাহলে কি দুই দেশের যুদ্ধ আসন্ন? সংবাদ সংস্থাকে ওই সেনা অফিসার জানিয়েছেন, ‘‘তেমন ভাবার কোনও কারণ নেই৷ কারণ, আমরা প্রথম থেকেই যুদ্ধ নয়, বরং আলোচনার পক্ষপাতি৷ তবে পরিস্থিতির বিচারে সীমান্তে সেনা বৃদ্ধিকে আপৎকালীন পদক্ষেপ হিসেবে দেখতে পারেন৷’’

জানা গিয়েছে, লাদাখে ভারত-চিনা সীমান্ত তদারকির প্রধান দায়িত্ব বর্তেছে সেনার ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর এর ওপর৷ আগামীদিনে দেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনীতে কাজ করা দক্ষ জওয়ানদের তালিকাও তৈরি করা হচ্ছে৷ প্রয়োজনে সীমান্তে পাঠানো হবে আরও সেনা৷ উদ্দেশ্য একটাই, জঙ্গি দমনে কোনও আপোস নয়৷ প্রয়োজনে সীমান্তে চিন যেভাবে চাইবে, ভারত সেভাবেই চোখে চোখ রেখে কথা বলবে৷