রাজ্যপালের ভাষণের মাঝে কেন বিক্ষোভ, ব্যাখ্যা দিলেন শুভেন্দু

0
71

কলকাতা: নজিরবিহীনভাবে বিজেপির বিধায়কদের বিক্ষোভের মুখে পড়ে শুক্রবার বিধানসভা অধিবেশনের শুরুর দিন ভাষণই দিতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়৷ ঘটনাচক্রে যে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ যদিও পরে সাংবাদিক বৈঠক থেকে এবিষয়ে পাল্টা ব্যাখ্যা দিতে দেখা গিয়েছে শুভেন্দুকে৷

আরও পড়ুন: সল্টলেকে খোঁজ মিলল ‘ভূতে’র, কেয়ারটেকারই চোর তা কে বা জানত

- Advertisement -

শুভেন্দুর কথায়, ‘‘রাজ্যপাল আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন৷ অথচ তাঁর এদিনের ভাষণে হিংসার কোনও উল্লেখ নেই৷ রাজ্যের তরফে রাজ্যপালকে যে ভাষণ লিখে দেওয়া হয়েছিল৷ উনি সেটাই পড়ছিলেন৷ কিন্তু এটা তো বাংলার বাস্তব চিত্র নয়৷ তাই বাংলার জনগণের প্রতিনিধি হিসেবে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখিয়েছেন৷’’

আরও পড়ুন: ওয়েলে নেমে প্রতিবাদ বিজেপি বিধায়কদের, মাত্র চার মিনিটেই থামল রাজ্যপালের ভাষণ

এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশকে সামনে এনেছেন শুভেন্দু৷ তাঁর কথায়, ‘‘রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার হালটা কেমন, তা আদালতের নির্দেশ থেকেই স্পষ্ট৷ রাজ্যজুড়ে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে ঘরছাড়াদের বাড়ি ফেরার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে তা তো আদালতের নির্দেশ থেকেই স্পষ্ট৷ অতীতে একই কথা বারংবার বলেছেন রাজ্যপাল৷’’ শুভেন্দুর কথায়, ‘‘সেই সময় রাজ্যের শাসকদল রাজ্যপালের বক্তব্যের সমালোচনা করেছিল৷ কিন্তু এখন আদালতের পর্যবেক্ষণ সামনে আসার পর বোঝা যাচ্ছে রাজ্যপাল মিথ্যে কথা বলেননি৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে মিথ্যে কথা বলছে রাজ্য৷’’

ঘটনাচক্রে একুশের বঙ্গে বিধানসভার একমাত্র বিরোধী দল বিজেপি৷ এদিন থেকে শুরু হয় বিধানসভার অধিবেশন৷ অধ্যক্ষ, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করার পর ভাষণ দিতে ওঠেন রাজ্যপাল। কিন্তু তাঁর ভাষণে ভোট পরবর্তী হিংসার কোনও উল্লেখ না থাকায় মিনিট তিনেকের মধ্যেই ওয়ালে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপির বিধায়কেরা৷ নেতৃত্বে ছিলেন শুভেন্দু৷

এরপরই বিজেপির বিধায়কদের নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়ে বক্তব্য বন্ধ করে অধিবেশন কক্ষ ছাড়েন রাজ্যপাল৷ শুভেন্দু অবশ্য দাবি করেছেন, ‘‘রাজ্যে স্বৈরাতান্ত্রিক শাসন কায়েমের চেষ্টা চলছে৷’’ এবং হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘বাংলায় আইনের শাসন প্রতিষ্টিত না হওয়া পর্যন্ত বিধানসভার অন্দরে তাঁরা লাগাতার প্রতিবাদ জানাবেন৷’’