ফের শহরের একাধিক বাড়িতে ফাটল, ঘরছাড়া বহু পরিবার

0
30

কলকাতা: ফের ফাটল দেখা দিয়েছে বৌবাজারের একাধিক বাড়িতে৷ দুর্গাপাতুরি লেনের পরে এবার মদন দত্ত লেন৷ পুজোর জন্য বন্ধ ছিল মেট্রো রেলের কাজ৷ পুজোর ছুটি কাটতেই ফের শুরু হয়েছে বৌবাজের মেট্রো রেলের কাজ৷ তাই ফের ফাটল দেখা দিয়েছে এলাকায়৷ ঘরছাড়া বহু পরিবার৷

আজ অর্থাৎ শুক্রবার ভোরবেলার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে মদন দত্ত লেনে পৌঁছায় পুলিশ৷ তাঁরা গিয়ে বাসিন্দাদের ঘর ছেড়ে এলাকা খালি করে দিতে বলেছেন৷ সূত্রের খবর, এলাকায় প্রায় ১০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷

- Advertisement -

আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা৷ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ এলাকাবাসীদের দাবি, এইভাবে বাড়িতে ফাটল ধরলে তাঁরা থাকবে কোথায়৷ সেই সঙ্গে কোনো বড় দুর্ঘটনার সম্ভবনা রয়েছে৷ তাই দ্রুত এই সমস্যার সমাধানের দাবি করেছেন মদন দত্ত লেনের বাসিন্দারা৷

গত দুবছর ধরে বৌবাজের ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে৷ যার জেরে দুর্গাপাতুরি লেনে ফাটল দেখা দিয়েছিল৷ সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতে ফের মদন দত্ত লেনে প্রায় ১০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেট্রো আধিকারিকরা৷