রক্ত শূন্য Blood Bank, বন্ধ অপারেশন, চরম সমস্যায় থ্যালাসেমিয়া রোগীরা

0
98

মালদহ: রক্ত শূন্য ব্লাড ব্যাঙ্ক৷ ফলে বন্ধ অপারেশন৷ ঘটনার জেরে চরম সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া রোগীরা৷ সমস্যার আশু সমাধান না হলে সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবকে রক্ত দানের জন্য শুক্রবার দুপুরে আহ্বান জানিয়েছে ভারত স্কাউটস্ এন্ড গাইডসের সদস্যরা৷

ঘটনাটি ঘটেছে মালদহ জেলায়৷ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত শূন্য। যার জেরে প্রায় বন্ধ হতে চলেছে অপারেশন। হতাশ হয়ে ফিরতে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের। রক্ত সংকট না মিটলে চরম সমস্যার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং গড়িমসি মানসিকতাকেই দায়ী করেছেন রোগী ও তাঁদের পরিজনেরা৷

- Advertisement -

মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কোনও রকমের রক্তই মিলছে না। রক্ত না থাকায় প্রায় বন্ধ সমস্ত রকম অপারেশন বন্ধ করে দিতে হচ্ছে৷ একই অবস্থা জেলার নার্সিংহোমগুলিতেও৷ আর এই সুযোগে একাংশ দালাল কালোবাজারি শুরু করেছে বলেও অভিযোগ৷

তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। রক্ত না থাকায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। ভারত স্কাউটস্ এন্ড গাইডসের মালদহ জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা বলেন, ‘‘এটা নিঃসন্দেহে ভয়ানক খবর৷ ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য৷ ফলে রোগীদের প্রতিটি মুহূর্ত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে৷ কারণ, রক্তের অভাবে বন্ধ অপারেশনও৷ তাই এখন দোষারোপ ভুলে সকলকে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে৷

আরও পড়ুন: লোকেশন ট্র্যাক করে ভুয়ো Visa, Passport চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের এটিএস

আরও পড়ুন:  স্বামী নির্যাতনের অভিযোগ, স্ত্রী ও শ্বশুরবাড়ির অত্যাচারে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

আরও পড়ুন:  মদেই লক্ষ্মীলাভ রাজ্যের, সময়ের আগেই ১২ হাজার কোটির লক্ষ্য ছুঁল আবগারি দফতর