মদেই লক্ষ্মীলাভ রাজ্যের, সময়ের আগেই ১২ হাজার কোটির লক্ষ্য ছুঁল আবগারি দফতর

0
1971

কলকাতা: বাণিজ্যে বসতে লক্ষ্মী৷ বাণিজ্যের পরিবর্তে আপনাকে পড়তে হবে মদে বসতে লক্ষ্মী!

নাহ্, হেঁয়ালি নয়৷ আবগারি দফতরের রিপোর্ট বলছে, চলতি আর্থিক বর্ষে মার্চ পর্যন্ত রাজ্য আবগারি দফতরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১২ হাজার কোটি টাকা। ইতিমধ্যেই সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে রাজ্য৷ যা গত বছরের রের্কডকেও ছাপিয়ে গিয়েছে বলে খবর৷

- Advertisement -

কিভাবে? তাহলে কি লকডাউনের আবহে মানুষের কাজ না থাকা নিয়ে হাজারও প্রশ্ন সামনে এলেও মদ খাওয়াতে কোনও বিরতি পড়েনি? আবগারি কর্তাদের দাবি, ‘‘মদ্যপের সংখ্যা বেড়েছে এমনটা নয়৷ আসলে রাজ্যে চোরা গোপ্তা অবৈধ মদ বিক্রির পরিমাণ অনেকখানি কমে গিয়েছে৷ তারই জেরে সরকারি রাজস্ব আর বেহাত হচ্ছে না৷ সেকারণেই সরকারিভাবে মদ বিক্রির পরিমাণ বেড়েছে৷’’

আবগারি দফতরের অপর একটি সূত্রের ব্যাখ্যা, সরকারিভাবে দেশি মদ বিক্রিতে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে৷ মাত্র ২৩ টাকার বিনিময়ে মিলছে ৩০০ মিলিলিটার দেশী মদের প্যাকেট৷ ফলে চোলায় মদ ক্রয় বা বিক্রয়ের প্রবণতা কমেছে৷ তার ওপর টানা অভিযানের নিরিখেও বেআইনি মদ বিক্রিতে অনেকখানি লাগাম পরানো গিয়েছে৷ তারই জেরে চলতি বছরে নির্ধারিত সময়ের প্রায় তিন মাস আগেই আবগারি দফতর লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে বলেই দাবি আবগারি দফতরের৷

যদিও এবিষয়ে কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে জনমানস থেকে৷ পুর নাগরিকদের কথায়, ‘‘অন্যান্য রাজ্য যেখানে মদ বিক্রি বন্ধ করার পথে হাঁটছে সেখানে আমাদের রাজ্য আরও বেশি করে মানুষকে মদ খেতে উৎসাহ দিচ্ছে৷ এর চেয়ে দুর্ভাগ্যের আর কি বা হতে পারে৷ আসলে যুব সমাজকে রসাতলে পাঠানোর ষড়যন্ত্র করছে সরকার৷’’

আরও পড়ুন: Breaking: ভর সন্ধ্যায় ডায়মণ্ডহারবারে চলল গুলি, জখম তৃণমূল কর্মী