পয়লা এপ্রিল থেকে চালু নয়া আয়কর নিয়ম, মাথায় হাত চাকরিজীবীদের

0
56

কলকাতা: মরার ওপর খাঁড়ার ঘা৷ সম্প্রতি কমেছে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) সুদের হার৷ তা নিয়ে চাকরিজাবীদের ক্ষোভ ছিলই৷ এবার পিএফ-এর জমানো টাকার সুদও চলে আসবে আয়করের আওতায়৷ আগামীকাল শুক্রবার থেকে অর্থাৎ নয়া অর্থ বর্ষের প্রথম দিন থেকেই চালু হচ্ছে নতুন আয়কর নিয়ম৷ এর ফলে একাংশ চাকরিজীবীর আয় কমবে।

বস্তুত, ২০২১-এর কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী সীতারামন এবিষয়ে আগাম আন্দাজ দিয়ে রেখেছিলেন৷ বলেছিলেন, পিএফ-এ জমার অঙ্ক আড়াই লক্ষ টাকার বেশি হলে তা করযোগ্য হতে পারে। বস্তুত, তখন থেকেই একটা আশঙ্কা ছিলই৷ এরপরই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি তাদের নির্দেশিকায় এবিষয়টি স্পষ্ট করে দেয়। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়, পিএফ-এ বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি জমা হলে সেটি করযোগ্য৷ এজন্য সংশ্লিষ্ট পিএফ গ্রাহকের দুটি অ্যাকাউন্ট করতে হবে৷ পিএফের জমা টাকার সুদকে ‘করযোগ্য’ এবং ‘কর বহির্ভূত’ তালিকায় ফেলে পৃথক ভাবে হিসেব করার জন্যই এই দুটি অ্যাকাউন্ট থাকতে হবে৷

- Advertisement -

বস্তুত, ইতিমধ্যেই পিএফ-এর উপরে সুদের হার কমিয়েছে কেন্দ্র৷ শতকরা সুদের হার কমে হয়েছে ৮.১ শতাংশ৷ এর ফলে চাকরিজীবীদের সকলেই ক্ষুব্ধ৷ কারণ, সঞ্চিত টাকার সুদের হার কমায় ভবিষ্যতে সঞ্চয়ের হার কমবে৷ তার ওপর এবার থেকে বার্ষিক আড়াই লক্ষ টাকার পিএফ হলে সুদের হারের ওপরও ট্যাক্সের ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ চাকরীজীবীদের একাংশ৷ যদিও অর্থ মন্ত্রকের দাবি, ‘‘এর ফলে সাধারণ কর্মচারীদের কোনও সমস্যার মুখে পড়তে হবে না৷ বস্তুত, যাদের আয় বেশি, তাঁদের একটা বৃহৎ অংশ কর ছাড়ের সুযোগ পেতে বিপুল টাকা পিএফে ঢুকিয়ে দিতেন৷ সেটা বন্ধ করতেই এই পদক্ষেপ।’’

আরও পড়ুন: ইউরেকা, গণহত্যার গ্রামে CCTV-র হদিশ পেল CBI