সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে জখম মহিলা, উধাও স্বামী

0
216

কাঁথি: সেলফির ‘মায়া’! আর সেই ‘মায়া’র দাপটেই নির্ঘাৎ মৃত্যুর মুখোমুখি হত হল এক বধূ৷ সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই বধূ৷ ট্রেনের অন্যান্য যাত্রীরা চেন ট্রেনে ট্রেন থামিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দিঘা-মেচেদা রেলপথে৷
যাত্রীদের সহযোগিতায় রেল পুলিশ ওই ট্রেনে করেই জখম বধূকে নিয়ে আসে কাঁথি স্টেশনে৷ সেখান থেকে নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে৷

- Advertisement -

রেল পুলিশ সূত্রের খবর, জখম বধূর নাম লক্ষ্মী হালদার। বাড়ি, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার কনকপুর গ্রামে৷ সূত্রের খবর, মঙ্গলবার সকালে দিঘা থেকে লোকাল ট্রেনে মেচেদাপ উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই বধূ৷ সঙ্গে ছিল তাঁর সাড়ে তিন বছরের শিশুপুত্র ও স্বামী। প্রত্যক্ষদর্শীরা জানান, দিঘা-কাঁথি রেলপথে আশাপূর্ণা স্টেশনের সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই মহিলা। রেলের যাত্রীরা একাংশের দাবি, সেলফি তুলতে গিয়ে ওই মহিলা পড়ে গিয়েছে। ট্রেনের অন্যান্য যাত্রীরা চেন ট্রেনে ট্রেন থামিয়ে ওই মহিলাকে উদ্ধার করে।

তবে ঘটনার পর থেকেই বেপাত্তা ওই বধূর স্বামী৷ এমনকি ঘটনার পর থেকে তাঁর মোবাইল ফোনটিও সুইচড অফ৷ স্বাভাবিকভাবে, বিভিন্ন প্রশ্ন সামনে উঠে আসছে৷ ওই মহিলার রক্তাক্ত, বিধ্বস্ত অবস্থা দেখে পাশে বসে কান্নায় ভেঙে পড়ে সাড়ে তিন বছরের শিশুপুত্র। পরে সহযাত্রীরাই ওই শিশু ও তাঁর মাকে ওই ট্রেনে করে কাঁথি স্টেশনে নিয়ে আসেন৷ এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে রেল পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও এনেছেন রেলযাত্রীরা৷ রেল পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ খোঁজ চলছে বধূর স্বামীরও৷

আরও পড়ুন: বাংলায় ঘুরে দাঁড়াতে বিজেপির ‘ভরসা’ তৃণমূলই, কর্মীদের নজিরবিহীন পরামর্শ সুকান্তের