সারদা মামলায় ইডি দফতরে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা নিতু সরকার

0
102

পলাশ নস্কর, সল্টলেক: সারদা মামলায় সল্টলেকে ইডি দফতরে আসলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু সরকার। সারদা মামলায় তাঁকে তলব করা হয়৷ সেই মতো আজ অর্থাৎ বুধবার বেলা সাড়ে ১২ টা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে যান তিনি।

অতীতে সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নামে স্পনসরশিপ বাবদ চার কোটি টাকা নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সুদীপ্ত সেনের সহযোগী ও কোম্পানির এজেন্ট অরিন্দম দাসকেও তলব করা হয়েছে। তবে এই প্রথম চিটফান্ড কাণ্ডের সঙ্গে ইস্টবেঙ্গলের নাম জড়াল না। আগে রোজভ্যালি কাণ্ডেও নাম জড়িয়েছে ক্লাবের।

- Advertisement -

রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ক্লাবের হিসাবরক্ষক দেবদাস সমাজদারকে দু’বার ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। দুটি চিঠিও যায় লাল-হলুদ তাঁবুতে। বিষয়টি সামনে আসতেই শতবর্ষে ইস্টবেঙ্গল বিড়ম্বনায় পড়ার পাশাপাশি ক্লাব এবং বিনিয়োগকারীর মধ্যেও টানাপোড়েন শুরু হয়েছে। পুরো বিষয়টি নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা।