পয়গম্বর বির্তক: ট্র্যাকের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ রেল

0
148

বারাসত: হজরত মহম্মদ নিয়ে বিতর্কের জেরে উত্তপ্ত বাংলা৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে একাধিক জেলায়৷ হাওড়া, নদিয়ার পর এবার বারাসতে প্রকাশ্যে এল বিক্ষোভের খবর৷ সোমবার সকাল থেকে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে থাকে৷

সোমবার সকাল থেকে বিক্ষোভের জেরে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল ব্যাহত৷ বারাসতের কাজিপাড়ার কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন বিক্ষোভকারীরা৷ সপ্তাহের প্রথম দিনেই রেল অবরোধের ফলে আটকে পড়েছেন বহু অফিস থেকে নিত্যযাত্রীরা৷

- Advertisement -

পয়গম্বর বির্তককে সামনে রেখে বারাসতের কাজিপাড়ার কাছে রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ আরও জোরদার করে তোলে৷ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে পুলিশ৷ কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড়৷ দীর্ঘক্ষণ কথাবার্তার পর অবশেষে বিক্ষোভ তুলে দিতে সক্ষম হয় পুলিশ৷

প্রসঙ্গত, হজরত মহম্মদকে নিয়ে দিল্লির বিজেপি নেতানেত্রীদের বিতর্কিত মন্তব্যকে ঘিরে উত্তাল বঙ্গ রাজ্য-রাজনীতি৷ জেলায় জেলায় বিক্ষোভে সামিল হয়েছে একাধিক৷ এরাজ্যের হাওড়ায় বিক্ষোভের আগুনে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা৷

অবরোধ করা হয়েছিল ট্রেনও৷ অবরোধের জেরে ট্রেনে আটকে পড়েছিলেন যাত্রীরা৷ সেই সময় মৃত্যু হয় এক মহিলা যাত্রী৷ এমনটাই জানিয়েছিল রেল কর্তৃপক্ষ৷ প্রায় তিন দিন বাতিল করা হয়েছিল একাধিক ট্রেন৷ এরপর রবিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার বেথুয়াডহরি৷ থানার কাছে বিক্ষোভ দেখাতে থাকে হাজার হাজার মানুষ৷ ভাঙচুর করা হয় ট্রেনও৷ পরে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়৷