সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী

0
286

কলকাতা: আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে৷ এদিন দফায় দফায় জেরা করার পর সিবিআই তাঁকে গ্রেফতার করে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে৷

চর্চ্চা শুরু হয়েছে, এরপরে তাহলে সিবিআইয়ের তালিকায় কে? খোদ অনুব্রত মণ্ডল কি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য এই সম্ভবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না৷ যদিও এই বিষয়ে স্বয়ং অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি৷

- Advertisement -

কে এই সায়গল হোসেন? সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের এই দেহরক্ষীর সম্পত্তি নিয়ে বিধানসভা ভোটের সময় প্রশ্ন তুলেছিলেন বিজেপির বোলপুরের প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়৷ সেই সময় অনির্বাণবাবু সায়গলের পাহাড় প্রমাণ সম্পত্তির অভিযোগ এনে প্রশ্ন করেছিলেন, ‘‘একজন দেহরক্ষীর এই পরিমাণ সম্পত্তি হয় কি করে? এর প্রধান রহস্য কি?’’ এরপরই সায়গলের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা৷ ওই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে৷ তারই তদন্তে নেমে একাধিক নথি উদ্ধার করেন তদন্তকারীরা।

সূত্রের খবর, সেই বিষয়ে এর আগেও সায়গলকে জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তবে বক্তব্যে কোনও সদর্থক তথ্য হাজির করতে পারেননি সায়গল৷ ফের এদিন তাকে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা৷ তারপরই সিবিআইয়ের তরফ থেকে অফিসিয়ালি গ্রেফতারির কথা জানানো হয়৷ অনুব্রতের অবশ্য প্রতিক্রিয়া মেলেনি৷ তবে পুরো ঘটনাটিকে ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে৷ গরু পাচার ও ভোট পরবর্তী মামলায় নাম জড়ানো অনুব্রতর পরিণতি নিয়ে ইতিমধ্যেই চর্চ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷