দু’ঘণ্টার কম সময়ের যাত্রায় বিমানে মিলবে না খাবার

সোমবার এই নতুন নির্দেশ জারি করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক৷

0
49

নয়াদিল্লি: ঘরোয়া রুটের (Domestic Flights) বিমান যাত্রীদের জন্য দুঃসংবাদ৷ বিমানে যাত্রাকালে মিলবে না খাবার৷ দেশের লাগামছাড়া কোভিড (Covid-19) পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত৷ তবে এই নিয়ম সব যাত্রীদের জন্য নয়৷ দু’ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় লাগে এমন রুটের যাত্রীরা এই নিয়মের আওতায় পড়বেন না৷ কেবলমাত্র দু’ঘণ্টার কম সময়ের যাত্রার ক্ষেত্রে যাত্রীরা কোনও প্যাকেজজাত খাবার (Packaged Food) পাবেন না৷

সোমবার এই নতুন নির্দেশ জারি করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক৷ নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যে সব যাত্রী দু’ঘণ্টার বেশি সময় বিমানে কাটাবেন তাঁরাই প্রি-প্যাকেজড ফুড পাবেন৷ সংস্পর্শ এড়াতে খাবার দেওয়া হবে ডিসপোজিবল প্লেটে৷ চা, কফি বা অন্যান্য পানীয় পরিবেশন করা হবে কনটেনার বা বোতলে৷ খাবার পরিবেশনের সময় বিমান কর্মীদের খুব সতর্ক থাকতে হবে৷ প্রতিটি খাবার বা পানীয় সরবরাহের পর বিমান কর্মীদের গ্লাভস বদলাতে বলা হয়েছে৷

- Advertisement -

ক্রমেই ভয়ানক হচ্ছে করোনা সংক্রমণ৷ এখনই নিয়ন্ত্রণে না আনতে পারলে,কয়েক দিন পরই দৈনিক আক্রান্তের সংখ্যাটা দু’লক্ষ পার করবে৷এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৮,৯১২ জন৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ,২৭ হাজার ৭১৭ জন৷ তবে এর মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৫২৯ জন৷ তারফলে এই মূহূর্তে দেশে চিকিৎসাধীন ১২ লক্ষ ১ হাজার ৯ জন৷ একদিনে বেড়েছে ৯২ হাজার ৯২২ জন৷

একদিনে মৃত্যু হয়েছে ৯০৪ জনের৷ সব মিলিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জন৷তারফলে মৃত্যু হার বেড়ে ১.২৬ শতাংশ৷ দেশে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ১০ কোটি ৪৫ লক্ষ ২৮ হাজার ৫৬৫টি৷ একদিনে ২৯ লক্ষ ৩৩ হাজার ৪১৮ টি৷

এই মুহূর্তে দেশের শতকরা গড় সংক্রমণের প্রায় অর্ধেক মহারাষ্ট্রে৷ স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে গড় সংক্রমণের হার দেশের গড় সংক্রমণের ৪৮.৫৭ শতাংশ৷ রবিবার নতুন করে এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৯৪ জন৷ মোট সংক্রমিত সংখ্যা ৩৪ লক্ষেরও বেশি৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের৷ মোট মৃতের সংখ্যা ৫৭ হাজার ৯৮৭ জন৷