সত্যিই ক্যান্সারে আক্রান্ত পুতিন, গত এপ্রিলে বিশেষ চিকিৎসা করিয়েছেন

0
59

খাস খবর ডেস্ক: ভ্লাদিমির পুতিন কি সত্যিই ব্লাড ক্যান্সারে আক্রান্ত? মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যে ক্রমেই বাড়ছে জল্পনা। সম্প্রতি জানা গিয়েছে, শুধু যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তা-ই নয়। এমনকি তার জন্য গত এপ্রিলে বিশেষ চিকিৎসা-ও করিয়েছেন রুশ রাষ্ট্রপতি।

আরও পড়ুন: আর মাত্র ৩ বছর বাঁচবেন পুতিন, সত্যিই কি তাই, কি বলছে ঘনিষ্ঠ-মহল

- Advertisement -

ন্যাশনাল ইন্টেলিজেন্সের জনৈক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, “ইউক্রেনে যুদ্ধের জেরে গোয়েন্দা সূত্র খুব কাজে আসছে না। ফলে আমরা যা জানতে পেরেছি, তা ভাসা ভাসা।” তিনি জানান, “ইদানিং বিদেশি নেতা এমনকি ঘনিষ্ঠদের সঙ্গে-ও পুতিন খুব কম বৈঠক করছেন। এই কারণেই তাঁকে নিয়ে জল্পনা বৃদ্ধি পেয়েছে।”

এর আগে পুতিনকে নিয়ে আরও বেশ কিছু কথা চাউর হয়ে যায়। বলা হয়, ব্লাড ক্যান্সারের পাশাপাশি আরও একাধিক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তিনি। তাঁর নাকি দৃষ্টিশক্তি-ও কমে গিয়েছে। তবু তিনি চশমা পরতে চাইছেন না। কারণ তাহলে দুর্বলতাকে স্বীকার করে নেওয়া হবে। যদিও রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব দাবি মোটেই স্বীকার করছেন না।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

রুশ বিদেশমন্ত্রী পাল্টা দাবি করেন, “ইদানিং একাধিক অনুষ্ঠানে পুতিনকে দেখতে পেয়েছে সাধারণ মানুষ। মোটেই তাঁর মধ্যে কোনও অসুস্থতার লক্ষণ দেখা যায়নি।” কিন্তু ল্যাভরভ যা-ই দাবি করুন, গত এপ্রিলে ক্যান্সারের চিকিৎসা করানো প্রসঙ্গে মার্কিন গোয়েন্দাদের দাবিটি পুনরায় জল্পনা বাড়িয়ে দিয়েছে। এদিকে গোয়েন্দা কর্মকর্তারা এও জানাচ্ছেন, গত মার্চ নাগাদ রুশ রাষ্ট্রপতিকে হত্যার চেষ্টা-ও করা হয়েছিল।