প্রত্যন্ত পালাও দ্বীপেও মিলল করোনার সন্ধান

0
129
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: করোনা মহামারির জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরই মাঝে প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত পালাও দ্বীপেও পৌঁছে গিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সোমবার পালাও দ্বীপেও প্রথমবারের মতো একজনের দেহে করোনা ধরা পড়েছে। একইসঙ্গে দেশটিতে সংক্রমণের ঝুঁকি নেই বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ক্ষুদ্র এই দ্বীপটিতে মাত্র ২১ হাজার মানুষ বসবাস করে। দেশটির অর্থনীতি মূলত পর্যটনের ওপরই নির্ভরশীল। তবে পর্যটন নির্ভর হলেও করোনা মহামারির শুরু থেকেই নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় পালাও দ্বীপের প্রশাসন। সে কারণেই দেশটিতে করোনা সংক্রমণ আটকানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন দেশটির প্রশাসন।

- Advertisement -

পালাও দ্বীপেও স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে দেশটিতে আসা এক ভ্রমণকারীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ওই ভ্রমণকারী পালাও দ্বীপে ভ্রমণের আগে করোনা পরীক্ষা করিয়েছেন। সে সময় করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এমনকি পালাও দ্বীপে পৌঁছানোর পর দু’সপ্তাহের কোয়ারেন্টাইনের সময়ও তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।

আরও পড়ুন-স্বস্তির খবর, বিশ্বে সুস্থতার সংখ্যা ছাড়াল ১৫ কোটি ৩৭ লক্ষ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিআরও পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে যে, তিনি করোনায় আক্রান্ত এবং এটা একটি ঐতিহাসিক ঘটনা।” তবে এটা সংক্রামক নয় বলে উল্লেখ করেন তিনি।

তবে ওই রোগীর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ। এমনকি তিনি কোন দেশ থেকে পালাও দ্বীপে ভ্রমণ করছে সে বিষয়েও কিছু জানানো হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে ইতোমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে এবং সাম্প্রতিক সময়ে তার সংস্পর্শে আসা লোকজনকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।