ভোট গণনার শুরুতেই জয়, একাধিক ওয়ার্ড তৃণমূলের দখলে

0
91
discipline Election

খাস ডেস্ক: বুধবার সকাল ৮ টা থেকে ১০৮ পুরসভার ভোট গণনা শুরু হয়েছে। গণনার শুরুতেই একের পর এক পুরসভার একাধিক ওয়ার্ড শাসক দলের দখলে যাচ্ছে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মেখলিগঞ্জের ৫ টি, তুফানগঞ্জের ৩ টি, রঘুনাথপুরের ৮ টি, কোচবিহারের একটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। এছাড়া, কান্দিতে ২ টি, সোনামুখীতে ১ টি, মুর্শিদাবাদে ৩ টি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল। ডানকুনিতে ১ টি ওয়ার্ডে, ডালখোলা ৩ টি ওয়ার্ডে, কৃষ্ণনগরে ১ টি ওয়ার্ডে, জলপাইগুড়িতে ১ টি ওয়ার্ডে, জিয়ামগঞ্জ-আজিমগঞ্জে ৪ টি ওয়ার্ডে, জয়নগরে ৬ টি ওয়ার্ডে, কোন্নগরে ২ টি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল।

- Advertisement -

আরও পড়ুন: মা’কে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন নির্দল প্রার্থী

ভোট গণনার ১ ঘণ্টা কাটতে না কাটতেই একাধিক পুরসভা তৃণমূলের দখলে যাচ্ছে। গুসকরা, মেখলিগঞ্জ, রঘুনাথপুর, চন্দ্রকোণা, রামপুরহাট, বোলপুর, হলদিবাড়ি মিলিয়ে মোট ২৫ টি পুরসভা ইতিমধ্যেই শাসক দলের দখলে গিয়েছে।

দ্বিতীয় দফার পুরভোটে লড়াইয়ের আগেই দিনহাটায় জয় পেয়েছে। এই পুরসভার ১৬ টি ওয়ার্ডেই জয়ী শাসক দল। এছাড়া, সাইথিয়ার ১৬ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টি, সিউরির ২১ ওয়ার্ডে ১৬ টি ওয়ার্ড তৃণমূল জয়ী হয়েছে। গুসকরা, মেখলিগঞ্জ, রঘুনাথপুর, চন্দ্রকোণা, রামপুরহাট, বোলপুর, হলদিবাড়ি, রামজীবনপুর, মিলিয়ে মোট ২২ টি পুরসভা ইতিমধ্যেই শাসক দলের দখলে গিয়েছে।