প্রধানমন্ত্রীর বৈঠক কেন এড়িয়ে গেলেন মমতা, শুভেন্দুর খাসতালুকে ফাঁস করলেন দিলীপ

0
166

কলকাতা ও কাঁথি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন না, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর খাসতালুকে দাঁড়িয়ে তা ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপবাবুর কথায়, ‘‘দশ বছর পার হয়ে গেল৷ তিনি এখনও মুখ্যমন্ত্রী হতে পারলেন না, তৃণমূল নেত্রীই থেকে গেলেন!’’

আরও পড়ুন: কেন সেতু ভাঙল, টাকা আটকে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

- Advertisement -

রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কেন এই ধরণের বিস্ফোরক মন্তব্য করছেন তাঁর ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ ঘোষ৷ বলেছেন, ‘‘একজন কেন্দ্রীয় মন্ত্রী( দেবশ্রী রায় চৌধুরী) ও জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামনে ওঁনার যেতে সংকোচ হয়৷ সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটা অপমান। উনি ওনার ইগোকে বাংলা মানুষের জীবন জীবিকার উপরে দেখেন। এটা আমরা মুখ্যমন্ত্রী কাছ থেকে আশা করি না। কিন্তু কি আর করা যাবে, দশ বছর পার হয়ে গেল তিনি এখনও তো মুখ্যমন্ত্রী হতে পারলেন না, তৃণমূল নেত্রীই থেকে গেলেন!’’

আরও পড়ুন: উদয়ন নয়, এবার হুমায়ুনেই আস্থা রাখার দাবি দিনহাটার

খানিক থেমে দিলীপেরই পাল্টা প্রশ্ন, ‘‘তা যদি নাই হবে তাহলে উনি গেলেন না কেন? এখন তো ভোট নেই! এখন তো উনি সারা রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বৈঠকটা যেখানে মানুষের উন্নয়নের, জীবন-জীবিকার সেখানে রাজ্যের অভিভাবিকা হিসেবে কে বৈঠকে রইলেন, না রইলেন সেটা দেখা তো উচিত নয় একজন মুখ্যমন্ত্রীর৷’’

আরও পড়ুন: মমতার পাড়ায় চড় খেলেন রুদ্রনীল

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস এর দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পনগরী হলদিয়ার বেশ কিছু অংশ৷ শুক্রবার ক্ষতিগ্রস্ত সেই এলাকা ঘুরে দেখেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিকালে হলদিয়া পুরসভার হলদি নদীর উপকুলবর্তী এলাকায় পরিদর্শন করেন। এলাকায় মানুষের হাতে ত্রিপল বিলি করেন৷ দিলীপবাবুর সঙ্গে ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সহ বিজেপি কর্মী সমর্থকরা। সেখানেই দিলীপবাবু কটাক্ষের সুরে একথা বলেন৷


একই সঙ্গে তাঁর অভিযোগ, ঘূর্ণিঝড়ে সব জায়গায় একই চিত্র ধরা পড়ছে। এখানে জল নেমে গিয়েছে। এখনও অনেক জায়গায় জল রয়েছে, আর জলের মধ্যেই মানুষ রয়েছেন। সরকারি সাহায্য এখনও মানুষের কাছে পৌঁছায়নি। আমরা দলের পক্ষ থেকে কিছুটা মানুষকে সাহায্য করছি।